|| ৫ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ২০শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ৩রা জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি
ভৈরবে আনুমানিক ১২ লক্ষ টাকার মালামালসহ সাইবার অপরাধী আটক করেছে র্যাব
প্রকাশের তারিখঃ ৩০ মার্চ, ২০২৪
- কিশোরগঞ্জের ভৈরবে বিপুল পরিমান চোরাইকৃত মোবাইল ফোন, IMEI পরিবর্তণ করার ডিভাইস, ল্যপটপ ও ডেক্সটপসহ আনুমানিক ১২ লক্ষ টাকার মালামাল উদ্ধার ও ১ জন সাইবার অপরাধীকে আটক করেছে RAB-14, সিপিসি-২, ভৈরব ক্যাম্প।
শুক্রবার (২৯ মার্চ) সকল সাড়ে ৮ টার দিকে উপজেলার কালিকাপ্রসাদ বাসস্টান্ডে ”মা-বাবার দোয়া টেলিকম” থেকে উক্ত মালামাল সহ ১ জন সাইবার অপরাধীকে আটক করা হয়।
RAB-14, সিপিসি-২, ভৈরব ক্যাম্পের কমান্ডার লেফটেন্যান্ট মোঃ ফাহিম ফয়সাল এক ব্রিফিংয়ের মাধ্যমে জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন যে, উপজেলাধীন কালিকা প্রসাদ বাসস্ট্যান্ডে “মা-বাবার দোয়া” টেলিকমে IMEI নাম্বার পরিবর্তণ সংক্রান্ত অবৈধ কার্মকান্ড পরিচালিত হয়। এরই পরিপ্রেক্ষিতে গত শুক্রবার (২৯ মার্চ) সকাল সাড়ে ৮ ঘটিকা থেকে ১১ ঘটিকা পর্যন্ত সময়ে RAB-14, সিপিসি-২, ভৈরব ক্যাম্পের একটি আভিযানিক দল ক্যাম্প কমান্ডার লেফটেন্যান্ট মোঃ ফাহিম ফয়সাল এঁর নেতৃত্বে কিশোরগঞ্জের ভৈরব উপজেলার কালিকাপ্রসাদ বাসস্ট্যান্ড (সিদ্দিরচর রোড) এলাকায় মোঃ সারোয়ার মিয়ার “মা-বাবার দোয়া টেলিকম”এ অভিযান পরিচালনা করে, উপজেলার কালিকাপ্রসাদ ঝগরারচর গ্রামের মোঃ কালাম মিয়ার ছেলে সারোয়ার মিয়া(১৯) কে গ্রেফতার করেন এবং তার হেফাজত হতে ৭৪ টি অবৈধ মোবাইল ফোন, যার আনুমানিক মূল্য ১০ লক্ষ টাকা, IMEI পরিবর্তণ কাজে ব্যবহৃত ১ টি ল্যাপটপ যার আনুমানিক মূল্য ৫০ হাজার টাকা, ১ টি ডেক্সটপ কম্পিউটার যার আনুমানিক মূল্য ৫০ হাজার টাকা, ১টি হার্ড ডিক্স ড্রাইভ যার আনুমানিক মূল্য ৫ হাজার টাকা, নগদ- ৪৮ হাজার ৬ শত টাকা, ১টি ডিভিডি রাইটার যার আনুমানিক মূল্য ৫ হাজার টাকা ও ১টি IMEI পরিবর্তণ করা ডিভাইস যার আনুমানিক মূল্য ২০ হাজার টাকা উদ্ধারসহ সর্বমোট ১২ লক্ষ টাকার মালামাল উদ্ধার করেন র্যাব-14, সিপিসি-২ ভৈরব ক্যাম্প।
আসামীর বিরুদ্ধে ১৮৬০ সালের পেনালকোড আইনের ৪১৩ ধারা তৎসহ সাইবার নিরাপত্তা আইন ২০২৩ এর ২২ ধারায় কিশোরগঞ্জ জেলার ভৈরব থানায় মামলা দায়ের করা হয়েছে।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.