|| ২৭শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ || ১৪ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ || ২৯শে শাওয়াল, ১৪৪৬ হিজরি
খুলনার বটিয়ঘাটা হোগলবুনিয়া মন্ময় পালের আমন্ত্রণে ঘরোয়া সংবর্ধনা অনুষ্ঠানে এমপি ননী গোপাল মন্ডল
প্রকাশের তারিখঃ ৩০ মার্চ, ২০২৪
আজ ২৯ মার্চ শুক্রবার দাকোপ বটিয়াঘাটার
গণ মানুষের নেতা নোনাজলের সোনার ছেলে খুলনার বটিয়াঘাটা হোগলবুনিয়ার মধ্যে পাড়ার পাল বাড়ির মৃন্ময় পালের আমন্ত্রণে ঘরোয়া সংবর্ধনা অনুষ্ঠানে খুলনা ১ এর মাননীয় সংসদ সদস্য শ্রী ননী গোপাল মন্ডল। তাকে ফুলেল শুভেচ্ছা সহ মাল্যদান কুলা দিয়ে বরণ করেনেন পালবাড়ীর মহিলারা।তাদের আতিয়তায় মুগ্ধহন সংসদ সদস্য ননীগোপাল মন্ডল।
সে এক অবিরল দৃশ্য,এত ভালো বসেন এই নেতাকে এর কারন তিনি মহান জাতীয় সংসদে সাধারন মানুষের জন্য কথা বলেনএর আগে সকালের দিকে দাকোপের বাজুয়ার লাউডোব অগ্রগামী যুব সংঘের সামনে নির্বাচনী অফিস কার্যালয়ে সকলের সাথে মত বিনিময় করেন খুলনা ১ এর মাননীয় সংসদ সদস্য শ্রী ননী গোপাল মন্ডল।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.