|| ২৫শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ || ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ || ২৭শে জিলকদ, ১৪৪৬ হিজরি
পাঁচবিবির বাগজানা দ্বিমুখী উচ্চবিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক ও এক মহা শিক্ষাবিদের ইন্তেকাল
প্রকাশের তারিখঃ ২৯ মার্চ, ২০২৪
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার সীমান্তবর্তী 'বাগজানা দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আলহাজ্ব রমজান আলী সরদার আজ রাত ১২:৩০ মিঃ গুরুতর অসুস্থ হয়ে বার্ধক্য জনিত মৃর্ত্যু বরন করেছেন, তাঁর নামাজে জানাযা বাদ জুময়া নিজ বাসভবনে অনুষ্ঠিত হবে। মৃর্ত্যু কালে তাঁর বয়স হয়েছিল অনুমান ৮৭ বছর। বাগজানা উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠা লগ্ন থেকে যোগদান করে ৭৪ / ৭৫ সালে প্রধান শিক্ষকের দায়িত্ব নিয়ে ভগ্ন এক শিক্ষালয়কে তার মেধা ও শ্রম দিয়ে বিশাল উন্নয়ন সাধন করে চির স্মরনীয় হয়ে থাকবেন,তিনি দীর্ঘদিন যাবত অসুস্থ হয়ে হাসপাতাল এবং বাসায় অবস্থান করছিলেন। । প্রধান শিক্ষকের দায়িত্ব পালনকালে তার হাতে গড়া অনেক শিক্ষার্থী বর্তমানে দেশের বিভিন্ন প্রান্তে সরকারি বেসরকারি উচ্চ পর্যায়ে ইঞ্জিনিয়ার,ডাক্তার, সচিব, পর্যায়ে কর্মরত আছেন। তার সন্তান সাবেক ইউপি সদস্য সাজ্জাদ হোসেন সাজু, সহঃশিক্ষক আব্দুর রাজ্জাক রাজু মাস্টার বাবার মৃর্ত্যুতে সকলের নিকট দোয়া চেয়েছেন।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.