|| ২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২১শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
মহান স্বাধীনতা দিবসে পলি বাংলাদেশের উদ্যোগে কুইজ প্রতিযোগিতা
প্রকাশের তারিখঃ ২৭ মার্চ, ২০২৪
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে পলি বাংলাদেশের উদ্যোগে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
২৬ শে মার্চ মঙ্গলবার সকালে পলি বাংলাদেশের উদ্যোগে শিখবো, শেখাবো, গড়বো দুর্বার বাংলাদেশ এই স্লোগানকে সামনে রেখে ফরিদগঞ্জ উপজেলার প্রত্যাশী রুস্তম আলী উচ্চ বিদ্যালয়ে প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
কুইজ প্রতিযোগিতায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন
সিনিয়র শিক্ষক তপন কুমার মজুমদার, মাহফুজুর রহমান, ঝন্টু কুমার বিশ্বাস, অন্তু দাস, সহকারি শিক্ষক কাজী মোর্শেদ।
প্রতিযোগিতায় অর্ধশতাধিক শিক্ষার্থী এতে অংশ নেন। পরে সর্বোচ্চ নাম্বারের উপর ভিত্তি করে পলি বাংলাদেশের ভলেন্টিয়ার সাফায়ত খান শুভ, বাপ্পি কুমার বিশ্বাসের উপস্থিতিতে প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
ছবির ক্যাপশন: মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে পলি বাংলাদেশের উদ্যোগে প্রত্যাশী রুস্তম আলী উচ্চ বিদ্যালয়ে কুইজ প্রতিযোগিতায় শিক্ষকদের সাথে বিজয়ীরা।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.