|| ১৯শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ || ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ || ১৯শে রজব, ১৪৪৬ হিজরি
নবীনগরে পুকুরে ডুবে দুই চাচাতো বোনের মৃত্যু
প্রকাশের তারিখঃ ২৭ মার্চ, ২০২৪
নবীনগরে পুকুরে ডুবে দুই চাচাতো বোনের মৃত্যু
মোঃ জাবেদ আহমেদ জীবন নবীনগর উপজেলা ব্রাহ্মণবাড়ীয়া প্রতিনিধি/ ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে পুকুরে ডুবে দুই চাচাতো বোনের মৃত্যু হয়েছে। ২৭ মার্চ বুধবার দুপুর ১২ টায় উপজেলার বিদ্যাকুট গ্রামে এ ঘটনা ঘটে। মারা যাওয়া দুই শিশু হলো ওই এলাকার মো. সামির মিয়ার মেয়ে সিজা মুনি (৫) ও আব্দুল আলিম মিয়ার মেয়ে তাকিয়া (৪)।
স্থানীয় সূত্রে জানা যায়, বুুধবার দুপুর ১২ টায় বাড়ির পাশের একটি ফসলের মাঠে দুই বোন খেলতে যায়। সেখানে একটি পুকুরও ছিল। দুই বোন খেলার একপর্যায়ে পুকুরে গোসল করতে নামে। পরে দুইজনেই পানিতে ডুবে যায়। দীর্ঘক্ষণ শিশু দুটিকে দেখতে না পেয়ে স্বজনরা তাদের খোঁজাখুঁজি শুরু করে। প্রায় ১ ঘন্টা পর পুকুর থেকে প্রতিবেশীরা দুই চাচাতো বোনের লাশ উদ্ধার করেন।
বিদ্যাকুট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাকারুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.