|| ৫ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ২০শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ৩রা জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি
ছাত্রনেতা আকরামের ভাইস চেয়ারম্যান পদে গণসংযোগ।।
প্রকাশের তারিখঃ ২৭ মার্চ, ২০২৪
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে ভোটের মাঠে লিফলেট বিতরণ ও গণসংযোগ করছেন উপজেলা ছাত্রলীগ সভাপতি আকরাম হোসেন তালুকদার।
তিনি দীর্ঘদিন যাবৎ ছাত্র রাজনীতির সঙ্গে জড়িত আছেন। সাধারন ছাত্রদের অধিকার আদায়ে তিনি সর্বোদা সচেষ্ট থাকেন এবং সুখে-দুঃখে তাদের পাশে থাকেন। নির্বাচনের তফসিল ঘোষনার আগেই তিনি সহ একাধিক চেয়ারম্যান, পুরু ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ভোটের মাঠে লিফলেট বিতরণ ও গণসংযোগ শুরু করেছেন। প্রার্থীরা এরইমধ্যে শহর থেকে গ্রাম পর্যন্ত সাধারন ভোটার কুলি-শ্রমিক ও দিনমজুরের নিকট যাচ্ছেন সালাম আদাব দিচ্ছেন কুশুল বিনিময় করছেন এবং ভোট প্রার্থনা করেন।
সংগ্রামী এ ছাত্রনেতা নির্বাচনী প্রচার-প্রচারনার পাশাপাশি মুঠোফোনে পরিচিত জনদের ক্ষুদে বার্তা প্রেরণ এবং সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকেও নিজেকে প্রার্থী হওয়ার বিষয়টি জানান দিচ্ছেন।
ইতিমধ্যেই তিনি উপজেলার জনগুরত্বপূর্ন এলাকায় দলীয় নেতাকর্মি সর্মথক ও ভোটারদের নিয়ে লিফলেট বিতরণ ও গণসংযোগ করছেন। ছাত্ররাজনীতির পাশাপাশি ভাইস চেয়ারম্যান হিসাবে উপজেলাবাসির সেবা করার সুযোগ পেতে সবার দোয়া সহযোগিতা ও আর্শিবাদ প্রার্থনা করেন। গত সোমবার ইফতারের পর ছাত্রনেতা আকরাম হোসেনকে উপজেলার সীমান্ত এলাকা আটাপাড়া রেলগেটে গণসংযোগ ও লিফলেট বিতরণ করতে দেখা যায়।
এসময় উপজেলা ছাত্রলীগ সম্পাদক পলাশ কুমার ঘোষ, বাগজানা ইউনিয়ন ছাত্রলীগের আহবায়ক রাশিদুল ইসলাম, যুগ্ন-আহবায়ক রবিউল ইসলাম রকি, তানজিম রব্বানী নির্জর, নাজমুল হোসেন আকন্দ ও সদস্য রিয়াল আনছারী সহ অনেক ছাত্রনেতা।
পাঁচবিবি উপজেলা নির্বাচন কর্মকর্তা আব্দুর রউফ বলেন, উপজেলায় ২’লক্ষ ১২’হাজার ৬’জন ভোটার আছে। তবে হালনাগাদ নতুন কিছু ভোটার বৃদ্ধি হবে বলেও জানান তিনি।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.