চট্টগ্রামের সীতাকুণ্ডে যথাযগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস পালিত হয়েছে। ১বার তোপধ্বনির মাধ্যমে দিবসটির সূচনা হয়।
মঙ্গলবার (২৬ মার্চ) সূর্যোদ্বয়ের সাথে সাথে উপজেলা পরিষদ কেন্দ্রীয় শহীদ মিনারে ও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে মহান শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন সীতাকুণ্ড উপজেলা প্রশাসন। এসময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড) আসনের সংসদ সদস্য আলহাজ্ব এস এম আল মামুন, সীতাকুণ্ড উপজেলা পরিষদের (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান জয়নব বিবি জলি, পৌর মেয়র বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব বদিউল আলম, উপজেলা নির্বাহী অফিসার কে এম রফিকুল ইসলাম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আলাউদ্দিন, সীতাকুণ্ড সার্কেল এর অতিরিক্ত পুলিশ সুপার এবি এম নাহয়ানুল বারী, সীতাকুণ্ড মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ কামাল উদ্দিন, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা জিয়াউল কাদের বাবলুসহ উপজেলায় কর্মরত বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ। উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড, সীতাকুণ্ড রিপোর্টার্স ক্লাবসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, মানবিক, সেচ্ছাসেবী, পেশাজীবি সংগঠন পুষ্পস্তবক অর্পণ করেন। এ ছাড়া সকাল ৯টায় সীতাকুণ্ড সরকারী আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে প্যারেড সম্মিলিত বাহিনীর বর্ণাঢ্য কুচকাওয়াজ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয় এতে অংশ গ্রহণ করে পুলিশ, আনসার, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, গ্রাম প্রতিরক্ষা দল, বিএন সিসি, গালর্স গাইর্ড, ক্যাডেট কোর, উপজেলা (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কুচকাওয়াজ পরিদর্শন ও সালাম গ্রহণ করেন। উপজেলা নির্বাহী অফিসার ও সীতাকুণ্ড মডেল থানার অফিসার ইসচার্জ কুচকাওয়াজ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। দিনটি উপলক্ষে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে বিকাল ৪টায় মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড) আসনের সংসদ সদস্য আলহাজ্ব এস এম আল মামুন। মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা সভায় উপজেলা নির্বাহী অফিসার কে এম রফিকুল ইসলাম এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পৌর মেয়র বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব বদিউল আলম, সীতাকুণ্ড মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ কামাল উদ্দিন, বীরমুক্তিযোদ্ধা কাজী সিরাজুল আলম, মুক্তিযোদ্ধা সংসদের নেতৃবৃন্দ, উপজেলা ভাইস চেয়ারম্যান আলাউদ্দিন সাবেরী, ইউপি চেয়ারম্যানবৃন্দ, বীরমুক্তিযোদ্ধারাসহ বিভিন্ন নেতৃবৃন্দ। এদিকে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনসহ সর্বস্তরের জনগণ পুষ্পস্তবক অর্পণ করে মহান মুক্তিযোদ্ধে শহীদ বীরমুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জানান। রাজনৈতিক দল গুলোর মধ্যে পুষ্পস্তবক অর্পণ করেন উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, শ্রমিকলীগ, মৎস্যজীবীলীগ, ব্ঙ্গবন্ধু ফাউন্ডেশন, মহিলা আওয়ামীলীগ। পুষ্পস্তবক অর্পণ শেষে উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি শেখ রেজাউল করিম বাহার এর সভাপতিত্বে ও উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক এইচ এম তাজুল ইসলাম নিজামীর সঞ্চালনায় সংক্ষিপ্ত বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব এস এম আল মামুন সহ প্রমুখ।