|| ২৪শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৯ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২২শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
সাংবাদিক মহিউদ্দিন নোয়াগাঁও সপ্রাবি’র সভাপতি নির্বাচিত
প্রকাশের তারিখঃ ২৬ মার্চ, ২০২৪
কচুয়া উপজেলার ঐতিহ্যবাহী ৭৪ নং নোয়াগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের
পরিচালনা পর্ষদের সভাপতি নির্বাচিত হয়েছেন কচুয়া প্রেসক্লাবের সহ-সভাপতি
ও চাঁদপুর থেকে প্রকাশিত দৈনিক চাঁদপুর কণ্ঠ পত্রিকার কচুয়া ব্যুরো
ইনচার্জ মোহাম্মদ মহিউদ্দিন। মঙ্গলবার সকালে বিদ্যালয় অফিস কক্ষে ইউপি
সদস্য আব্দুল জলিলের সভাপতিত্বে ও প্রধান শিক্ষক আব্দুল মোতালেবের
সঞ্চালনায় অভিভাবকদের উপস্থিতিতে সর্বসম্মতিক্রমে অভিভাবক সাংবাদিক
মোহাম্মদ মহিউদ্দিনকে প্রস্তাব ও সমর্থনের মাধ্যমে আগামী তিন বছরের জন্য
সভাপতি নির্বাচিত করা হয়। কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সহ-সভাপতি মো.
মহিউদ্দিন, সদস্য মো. শাহজালাল, শারমিন আক্তার, সুমি আক্তার ও খাদিজা
আক্তার। শিক্ষক প্রতিনিধি মো. ফারুক হোসেন ও ইসমাইল হোসেন। দাতা সদস্য
মো. মাঈন উদ্দিন তালুকদার, সদস্য সচিব প্রধান শিক্ষক আব্দুল মোতালেব।
নব-নির্বাচিত সভাপতি মোহাম্মদ মহিউদ্দিন বলেন, আমাকে আপনারা প্রত্যক্ষ ও
পরোক্ষ ভোটে নির্বাচিত করেছেন। এইজন আমি আপনাদের কাছে কৃতজ্ঞতা
প্রকাশ করছি। আপনাদের সাথে নিয়ে এই বিদ্যালয়টির অবকাঠামোগত উন্নয়নসহ
শিক্ষার মান উন্নয়নে কাজ করে যাবো। এই প্রতিষ্ঠানটি দু’টি ভবন ইতোমধ্যে
ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হয়েছে। নতুন ভবনের জন্য একধাপ কাজ এগিয়ে নিয়েছি।
অচিরেই কচুয়ার সাংসদ বাংলাদেশ আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক ড.
সেলিম মাহমুদ এমপির সহযোগিতায় নতুন ভবন উপহার দেওয়া হবে। প্রাচীন এ
বিদ্যাপীঠটির হারানো ঐতিহ্য ফিরিয়ে আনতে এলাকাবাসী সহ বিদ্যালয়ের
অভিভাবক, শিক্ষক ও শিক্ষার্থীদের সহযোগিতা ও দোয়া কামনা করছি। পাশাপাশি
সকল অভিভাবকগণ আমার এ প্রচেষ্টার সারথি হয়ে আমাকে সার্বিক সহযোগীতা করবেন
এটাই আমার প্রত্যাশা।
উল্লেখ্য, গত ১৮ মার্চ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ ও বিদ্যালয়ের
অভিভাবকদের মতামতের ভিত্তিতে ১১ সদস্যদের বিদ্যালয় পরিচালনা কমিটি গঠন
করা হয়।
ছবি: নোয়াগাঁও সপ্রাবির নব-নির্বাচিত সভাপতি মোহাম্মদ মহিউদ্দিন।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.