|| ২৮শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ || ১৫ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ || ৩০শে শাওয়াল, ১৪৪৬ হিজরি
মহান স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানিয়েছে যুবলীগের নেতা রেজা
প্রকাশের তারিখঃ ২৬ মার্চ, ২০২৪
আজ ২৬ মার্চ, বাংলাদেশের ৫৩তম মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। ১৯৭১ সালের এ দিনে আনুষ্ঠানিকভাবে সূচনা হয় সশস্ত্র মুক্তিযুদ্ধের। নানা আয়োজনে দিনটি পালন করছেন এদেশের সর্বস্তরের মানুষ। স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর বিশেষ এদিন উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন সাভার পৌর ৭ নং ওয়ার্ডের যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ সেলিম রেজা রাজা। আজ গণমাধ্যমে এক বিবৃতিতে যুবলীগের নেতা মোঃ সেলিম রেজা রাজা এই শুভেচ্ছা জানান।
শুভেচ্ছা বার্তায় যুবলীগের নেতা মোঃ সেলিম রেজা রাজা বলেন, ‘সকল শহীদ ও মুক্তিযোদ্ধাদের প্রতি কৃতজ্ঞতা ও শ্রদ্ধা জানাই, যারা আমাদের স্বাধীনতা যুদ্ধের জন্য নিজেকে উৎসর্গ করেছেন। নিপীড়ণের হাত থেকে আমাদেরকে মুক্ত করতে তাঁরা নিজের জীবন দান করেছেন। আমরা তাঁদের প্রতি আজীবন ঋণী। আমরা যেন তাদের আত্মত্যাগ ভুলে না যাই, মুক্তিযোদ্ধাদের স্বপ্ন পূরণে যেন কাজ করে যাই সবসময়।’
তিনি আরো বলেন, সেদিন বঙ্গবন্ধুর ডাকে সাড়া দিয়ে নিরস্ত্র বাঙ্গালী যুদ্ধে ঝাপিয়ে পড়ে এবং দেশকে পরাধীনতা থেকে মুক্ত করতে সক্ষম হয়। তাই আমরা বঙ্গবন্ধুর আদর্শ বুকে লালন করে দেশকে এগিয়ে নিয়ে যাবো। এই হোক আমাদের অঙ্গীকার।’ এই শুভ দিন উপলক্ষে স্বাধীনতা দিবসের প্রাক্কালে আমি সাভারবাসী ও দেশবাসী সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.