|| ১লা ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ || ১৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ || ২রা শাবান, ১৪৪৬ হিজরি
খুলনায় গণহত্যা দিবস উপলক্ষ্যে মোমবাতি প্রজ্বলন
প্রকাশের তারিখঃ ২৬ মার্চ, ২০২৪
খুলনা জেলা প্রশাসন ও জেলা শিল্পকলা একাডেমির যৌথ উদ্যোগে ২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষ্যে আজ (সোমবার) সন্ধ্যায় জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে ২৫ মার্চ কালরাতে পাকিস্তানি হানাদার বাহিনীর হাতে গণহত্যার শিকার সকল শহিদের স্মরণে মোমবাতি প্রজ্বলন করা হয়।
মোমবাতি প্রজ্বলনে অংশ নেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মুকুল কুমার মৈত্র, অতিরিক্ত পুলিশ সুপার সুশান্ত সরকার, মহানগর মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মোঃ আলমগীর কবির, রূপান্তরের নির্বাহী পরিচালক স্বপন কুমার গুহ, জেলা কালচারাল অফিসার সুজিত কুমার সাহা, আঞ্চলিক তথ্য অফিস (পিআইডি) তথ্য সহকারী মোঃ ফেরদৌস হাসানসহ সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা। পরে গণহত্যার ডিসপ্লে প্রদর্শন করা হয়।
অনুষ্ঠানে অতিথিরা গণহত্যা দিবস উপলক্ষ্যে খুলনা শিল্পকলা একডেমি প্রাঙ্গণে আঞ্চলিক তথ্য অফিস (পিআইডির) উদ্যোগে মুক্তিযুদ্ধভিত্তিক দুর্লভ আলোকচিত্র প্রদর্শনী পরিদর্শন করেন।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.