|| ২৪শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৯ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২২শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
এসপি রাসেল বাংলাদেশ পুলিশ এসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হওয়ায় অভিনন্দন জানিয়েছেন যুবলীগ নেতা সবুজ
প্রকাশের তারিখঃ ২৬ মার্চ, ২০২৪
অসীম সাহসিকতা, বীরত্বপূর্ণ পুলিশি কার্যক্রম, গুরুত্বপূর্ণ মামলার রহস্য উদঘাটন, অপরাধ নিয়ন্ত্রণ, দক্ষতা, কর্তব্য-নিষ্ঠা, সততা ও শৃঙ্খলামূলক আচরণের মাধ্যমে প্রশংসনীয় অবদানের জন্য বাংলাদেশ পুলিশ এর কিশোরগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ (বিপিএম)সেবা।বাংলাদেশ পুলিশ এসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির সাংগাঠনিক সম্পাদক নির্বাচিত হওয়ায় অভিনন্দন জানিয়েছেন সাভার থানা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম সবুজ।
আজ (২৬ শে মার্চ ) সাভার থানা যুবলীগের পক্ষ থেকে যুবলীগ নেতা জাহিদুল ইসলাম সবুজ এ অভিনন্দন ও শুভেচ্ছা জানায়।
যুবলীগ নেতার জাহিদুল ইসলাম সবুজ বলেন, বাংলাদেশ পুলিশের সর্বোচ্চ পদক ‘বাংলাদেশ পুলিশ পদক’ (বিপিএম)-সেবা পেয়েছেন কিশোরগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ, পিপিএম (বার)।অসীম সাহসিকতা, বীরত্বপূর্ণ পুলিশি কার্যক্রম, গুরুত্বপূর্ণ মামলার রহস্য উদঘাটন, অপরাধ নিয়ন্ত্রণ, দক্ষতা, কর্তব্য-নিষ্ঠা, সততা ও শৃঙ্খলামূলক আচরণের মাধ্যমে প্রশংসনীয় অবদানের স্বীকৃতি স্বরুপ বাংলাদেশ পুলিশের সর্বোচ্চ পদক ‘বাংলাদেশ পুলিশ পদক’ (বিপিএম)-সেবা ২০২৩ অর্জন করলেন তিনি।
বাংলাদেশ পুলিশ এসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির সাংগাঠনিক সম্পাদক নির্বাচিত হওয়ায় আমরা সাভারবাসী গর্বিত। আমরা তার উত্তরোত্তর সাফল্য কামনা করছি। আশা করি তার কর্মদক্ষতায় বাংলাদেশ পুলিশ এসোসিয়েশ অনেক দূর এগিয়ে যাবে।
উল্লেখ্য, গতকাল কিশোরগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ এ কমিটির ১ম সাংগঠনিক সম্পাদক মনোনীত হয়েছেন।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.