|| ২৭শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ || ১৩ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ || ২৯শে জিলকদ, ১৪৪৬ হিজরি
শিখা ফাউন্ডেশনের ইফতার বিতরণ
প্রকাশের তারিখঃ ২৫ মার্চ, ২০২৪
জয়পুরহাটের পাঁচবিবিতে সাবেকুন নাহার শিখা ট্রাস্ট ফাউন্ডেশনের উদ্যোগে গরীব দুঃস্থ ও অসহায় রোজাদার ব্যাক্তিদের মাঝে ইফতার বিতরণ করা হয়েছে। রবিবার ইফতারের আগে পাঁচবিবি রেল স্টেশন এলাকার এসব রোজাদারদের মাঝে বাসায় তৈরী ইফতার ও পানির বোতল বিতরণ করা হয়। শিখা ফাউন্ডেশনের চেয়ারম্যান মানবতার সেবক মোছাঃ ছাবেকুন নাহার শিখা নিজ হাতে প্রতিটি রোজাদার ব্যাক্তির হাতে ইফতারের প্যাকেট ও পানির বোতল তুলে দেন। এসময় ফাউন্ডেশনের সদস্যরা শান্তি-শৃংঙ্খলার জন্য ইফতার বিতরণে স্বেচ্ছাসেবকের দ্বায়িত্ব পালন করেন। এছাড়া পাঁচবিবি পৌরসভার দানেজপুর ফাউন্ডেশনের চেয়ারম্যান ছাবেকুন নাহার শিখার বাসভবনে নিয়মিত এলাকার রোজাদারদের মাঝে ইফতার বিতরণ করে আসছেন। এমন মানবিক কার্যক্রম রোজার শেষ দিন পর্যন্ত চলমান থাকবে বলে জানানো হয় ফাউন্ডেশনের পক্ষ থেকে। আগামীকাল থেকে অনুষ্ঠিত হবে শিখা ফাউন্ডেশনের সার্বিক তত্বাবধানে ১ লক্ষ টাকা পুরুস্কারের কোরআন তেলওয়াত প্রতিযোগিতা।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.