|| ২৬শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ || ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ || ২৮শে জিলকদ, ১৪৪৬ হিজরি
শাহরাস্তি প্রেসক্লাবের ভূমি পরিদর্শনে এসপি
প্রকাশের তারিখঃ ২৫ মার্চ, ২০২৪
শাহরাস্তি প্রেসক্লাবের প্রস্তাবিত কমপ্লেক্স ভবনের ভূমি পরিদর্শন করেছেন চাঁদপুর জেলা পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম, বিপিএম, পিপিএম।
সোমবার (২৫ মার্চ) বেলা সাড়ে ৩ টায় উপজেলা সদরে তিনি এ পরিদর্শন করেন।
জানা যায়, শাহরাস্তি প্রেসক্লাবের কমপ্লেক্স ভবন নির্মাণের লক্ষ্যে উপজেলা সদরে ক্রয় করা ৫ শতাংশ ভূমির রেজিষ্ট্রেশন গত ১২ মার্চ সম্পন্ন হয়েছে। পুলিশ সুপার সরজমিনে ওই কমপ্লেক্স ভবনের ভূমি পরিদর্শন করেছেন। ওই সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) রাশেদুল হক চৌধুরী, উঘারিয়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মফিজুল ইসলাম, ট্রাফিক ইন্সপেক্টর এস এম কামরুল হাসান পিপিএমসহ পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.