|| ২৮শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ || ১৫ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ || ৩০শে শাওয়াল, ১৪৪৬ হিজরি
বকশীগঞ্জে ঈদুল ফিতর উপলক্ষে দুস্থদের মাঝে শাড়ি-লুঙ্গী বিতরণ
প্রকাশের তারিখঃ ২৫ মার্চ, ২০২৪
জামালপুরের বকশীগঞ্জে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে অসহায়, দুস্থদের মাঝে শাড়ি-লুঙ্গী বিতরণ করা হয়েছে।
সোমবার (২৫ মার্চ) দুপুরে বাংলাদেশ সুপ্রীম কোর্টের আইনজীবী ব্যারিস্টার সামীর সাত্তারের উদ্যোগে উপজেলার দুই হাজার মানুষের মাঝে শাড়ি-লুঙ্গী বিতরণ করা হয়। বকশীগঞ্জ পৌর এলাকার ধুমালী পাড়া নিজ বাড়ি থেকে এসব শাড়ি-লুঙ্গী বিতরণ করা হয়।
শাড়ি- লুঙ্গী বিতরণকালে ব্যারিস্টার সামীর সাত্তার ছাড়াও পৌর কাউন্সিলর মিজানুর রহমান, ভিপি রিপন, ব্যবসায়ী খোকন আকন্দ, মোজাহারুল ইসলাম ভিমল, ছাইদুর রহমান, বকশীগঞ্জ সদর ইউপির প্যানেল চেয়ারম্যান মির্জা সোহেল প্রমুখ উপস্থিত ছিলেন।
এসময় ব্যারিস্টার সামীর সাত্তার পবিত্র ঈদ উপলক্ষে সকলকে আগাম শুভেচ্ছা জানান।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.