|| ২৮শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ || ১৪ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ || ১লা জিলহজ, ১৪৪৬ হিজরি
সীতাকুণ্ডে অস্থায়ী স্মৃতিসৌধ উদ্বোধন করেন মুক্তিযোদ্ধ বিষয়ক মন্ত্রী
প্রকাশের তারিখঃ ২৪ মার্চ, ২০২৪
চট্টগ্রামের সীতাকুণ্ডে অস্থায়ী স্মৃতিসৌধ উদ্বোধনসহ বীর মুক্তিযোদ্ধা সমাবেশ ও বিজয় নিশান স্মরণিকা মোড়ক উন্মোচন করছেন মুক্তিযোদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। শনিবার (২৩ মার্চ) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার ১০ নং সলিমপুর ইউনিয়নস্থ কাট্টলীতে বেড়িবাঁধ উপকূলীয় এলাকায় এ অস্থায়ী স্মৃতিসৌধের উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে মুক্তিযোদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশ স্বাধীনের ডাক দিয়েছিলেন বলেই আমরা বাঙালী জাতি বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়িয়ে গর্ব করি। তারই কন্যা ডিজিটাল বাংলাদেশের রূপকার প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ দেশকে বিশ্বের কাছে একটি শিক্ষিত জাতি এবং অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হিসাবে পরিচিতি করাতে সক্ষম হয়েছে। তিনি আরো বলেন, আজ দেশ উন্নত অর্থনৈতিক দেশ বিধায় আমাদের মুক্তিযোদ্ধা ভাতা তিনশত টাকা থেকে বর্তমানে ২০ হাজার টাকায় উপনীত হয়েছে। আগামীতে আরও বাড়ানোর জন্য আমি আগামী বাজেটে সংযোজন করার জন্য জোড় প্রচেষ্টা চালাব। এখন ভাতা, ঈদ বোনাস ও বৈশাখী বোনাসসহ সব এক সাথে দেওয়া হবে। আমরা যারা মুক্তিযোদ্ধা আছি, আমাদের সন্তানরা যাতে অন্য মতাদর্শে ঝুঁকে না পড়ে সে দিকে খেয়াল রাখতে হবে। তারা যেন মুক্তিযোদ্ধের স্বপক্ষে সাথে সেই শিক্ষা তাদেরকে দিতে হবে। চট্টগ্রামে সমুদ্র উপকূলের এই বিশাল বনের জায়গাটি উদ্ধার করার জন্য আমি সকলকে ধন্যবাদ জানাই। এখানে অস্থায়ী স্মৃতিসৌধ নির্মাণ চট্টগ্রামবাসীর জন্য একটি সাফল্য। জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চট্টগ্রাম-৪ আসনের সংসদ সদস্য, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সদস্য আলহাজ্ব এস এম আল মামুন, সংসদ সদস্য মোঃ মহিউদ্দিন বাচ্চু, চট্টগ্রাম মহানগর ইউনিট কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোজাফ্ফর আহম্মদ, বীর মুক্তিযোদ্ধা এ কে এম সরোয়ার কামাল, মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের সচিব ইসরাত চৌধুধী, অতিরিক্ত পুলিশ কমিশনার আ স ম মাহতাব উদ্দিন ও জেলা পুলিশ সুপার এস এম শফিউল্লাহ। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কে এম রফিকুল ইসলাম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আলাউদ্দিন, জেলা প্রশাসনের ম্যাজিস্ট্রেটবৃন্দসহ উপজেলার বীরমুক্তিযোদ্ধা গণ।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.