|| ২৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ || ১৬ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ || ১লা জিলকদ, ১৪৪৬ হিজরি
আল আইন মরুতীর্থ শ্রী রাম মন্দিরে রাম ঠাকুরের শুভ আবির্ভাব তিথি উদযাপন
প্রকাশের তারিখঃ ২৩ মার্চ, ২০২৪
সংযুক্ত আরব আমিরাত রাজধানী আবুধাবি গ্রীন সিটি আল আইন সানাইয়া এক নম্বর গলিতে গতকাল অস্থায়ী মরুতীর্থ শ্রীরাম মন্দিরে শ্রী শ্রী রাম ঠাকুরের শুভ আবির্ভাব তিথি উপলক্ষে নানা মাঙ্গলিক অনুষ্ঠানে আয়োজন করা হয়। রাম ঠাকুর মন্দিরে সকল ভক্তবৃন্দের উপস্থিতিতে শ্রী শ্রী রাম ঠাকুরের পূজা ও সত্যনারায়ণ পূজা, ঠাকুরের জীবন নিয়ে আলোচনা, ঠাকুরের বেদবানী পাঠ, ঠাকুরের জয়রাম কীর্তন, ঠাকুরের তোস্র ও ঠাকুরের সংগীত পরিবেশন, গীতা পাঠ এবং নাম সংকীর্তন। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মোছাফ্ফা সনাতনীর গীতা সংঘের ভক্ত মন্ডলী, রাস আল খাইমাহ রাম ঠাকুর মন্দিরের ভক্তবৃন্দ, শ্রী শ্রী লোকনাথ মন্দিরের ভক্তবৃন্দ এবং আল আইন সৎসংঘ মন্দিরের ভক্ত মন্ডলী সহ আরো অনেকে। অনুষ্ঠানে মহাপ্রসাদ বিতরণ, নাম সংকীর্তন ও বিশ্ববাসীর শান্তি কামনার মধ্য দিয়ে অনুষ্ঠানের পরিসমাপ্তি হয়।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.