|| ২৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ || ১৬ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ || ১লা জিলকদ, ১৪৪৬ হিজরি
সীতাকুণ্ডে দেশীয় তৈরী ওয়ান শুটারগানসহ শীর্ষসন্ত্রাসী আটক
প্রকাশের তারিখঃ ২১ মার্চ, ২০২৪
চট্টগ্রামের সীতাকুণ্ডে অস্ত্রসহ ৭ মামলার আসামী মোঃ হান্নান (৩৩) কে আটক করেছে সীতাকুণ্ড মডেল থানা পুলিশ।
বুধবার (২০ মার্চ) গভীর রাতে উপজেলার ৮নং সোনাইছড়ি ইউনিয়নের ঘোড়ামারা রেলওয়ে ডিপো এলাকা থেকে তাকে আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করে সীতাকুণ্ড মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ কামাল উদ্দিন বলেন, গোপন তথ্যের ভিত্তিতে আমরা খবর পাই আসামী অস্ত্র নিয়ে রেলওয়ে ডিপো এলাকায় সন্ত্রাসী কার্যক্রমের লক্ষ্যে অবস্থান করছে। তার অবস্থান জানতে পেরে বিশেষ অভিযান চালিয়ে তাকে আটক করতে সক্ষম হয়। আটক পরবর্তীতে তার দেহ তল্লাশী করে ১টি দেশীয় তৈরী ওয়ান শুটার গান ও ১টি কার্তুজ জব্দ করা হয়। আটকের পর আসামী স্বীকার করে সে দীর্ঘদিন ধরে অবৈধ অস্ত্র ক্রয়-বিক্রয় ও বিভিন্ন অপরাধ মূলক কর্মকাণ্ডের সাথে জড়িত। অস্ত্র আইনে মামলা দায়ের করে আসামীকে বিজ্ঞ আদালতে সোর্পদ করা হয়েছে।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.