|| ২৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ || ১৬ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ || ১লা জিলকদ, ১৪৪৬ হিজরি
মিরসরাইয়ে বিপুল পরিমাণ ইয়াবাসহ রোহিঙ্গা যুবক আটক
প্রকাশের তারিখঃ ২১ মার্চ, ২০২৪
মিরসরাইয়ে এক হাজার ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ শাহাদাত হোসেন প্রকাশ ওসমান নামে (২০) এক রোহিঙ্গা যুবককে গ্রেফতার করেছে পুলিশ।বৃহস্পতিবার (২১ মার্চ) সকালে উপজেলার বারইয়ারহাট পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের মমতাজ হোটেলের সামনে থেকে তাকে আটক করা হয়।
গ্রেফতার ওসমান কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের বালুখালী রোহিঙ্গা ক্যাম্পের হোসেন আলীর ছেলে।জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল হারুন জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার সকালে বারইয়ারহাট পৌর এলাকার মমতাজ হোটেলের সামনে থেকে এক যুবককে আটক করা হয়েছে। পরে তার কাছ থেকে এক হাজার ৫০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে বলেও জানান ওসি।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.