|| ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
সীতাকুণ্ডে হত্যা মামলার প্রধান আসামী ইউপি সদস্য আটক
প্রকাশের তারিখঃ ২০ মার্চ, ২০২৪
চট্টগ্রামের সীতাকুণ্ডে ইউনিয়ন যুবদলের যুগ্ম সম্পাদক মোহাম্মদ জামশেদ উদ্দিন হত্যা মামলার প্রধান আসামী মোঃ মুরাদ (৩৫) কে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (১৯ মার্চ) দুপুরে উপজেলার পৌরসদর এলাকা থেকে তাকে আটক করে সীতাকুণ্ড মডেল থানা পুলিশ। আটককৃত মোঃ মুরাদ উপজেলার ৪নং মুরাদপুর ইউনিয়ন পরিষদের ৪নং ওয়ার্ডের ইউপি সদস্য এবং ঐ এলাকার গিয়াস উদ্দিনের ছেলে। জানা যায়, ২০২০ সালের ১২ ডিসেম্বর উপজেলার ১নং সৈয়দপুর ইউনিয়নের উপকূলীয় এলাকা থেকে নিখোঁজ হন যুবদল নেতা জামশেদ উদ্দিন। নিখোঁজের তিনদিন পর গত ১৪ ডিসেম্বর তার মরদেহ ১নং সৈয়দপুর ইউনিয়নের বশরতনগর সমুদ্র উপকূল থেকে উদ্ধার করে পুলিশ। ঐ ঘটনায় ইউপি সদস্যকে প্রধান আসামী করে যুবদল নেতা জামশেদ উদ্দিনের স্ত্রী রুবি আক্তার বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেন। আটকের বিষয়টির নিশ্চিত করে সীতাকুণ্ড মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ কামাল উদ্দিন বলেন, আটককৃত ইউপি সদস্য একটি হত্যার মামলার ওয়ারেন্টভুক্ত আসামী। সে আটক এড়াতে দীর্ঘদিন পালিয়ে ছিল। অভিযানকালে পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার চেষ্টাকালে তাকে আটক করা হয়। আসামীকে মঙ্গলবার বিকালে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.