|| ২৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ || ১৬ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ || ১লা জিলকদ, ১৪৪৬ হিজরি
সাহায্যের ও সহযোগিতার হাত পেতেছেন বৃদ্ধ মমতা খাতুন
প্রকাশের তারিখঃ ১৯ মার্চ, ২০২৪
সাহায্যের ও সহযোগিতার হাত পেতেছেন বৃদ্ধ মমতা খাতুন প্রায় এক মাস আগে বৃষ্টিপাতের সময় ৮৪ বছর বয়সী বৃদ্ধ মহিলা মমতা খাতুন এর পা পিছলে গিয়ে তার হাত ভেংগে যায়,এমতা অবস্থায় মমতাকে হবিগঞ্জ এক ডাক্তারের কাছে নিয়ে গেলে ডাক্তার মমতাকে উসমানী মেডিকেলে রেফার করে দেয়, সেখানে অনেক টাকা লাগবে বলে কিছুদিন যাবৎ ফার্মেসী তেকে খুচরা ঔষুধ কিনে খায়, খুচরা ঔষুধে কোনো কাজই হচ্ছিলো না,টাকার অভাবে ভালো চিকিৎসা না করার কারনে মহিলার হাতের কুনি পর্যন্ত আস্তে আস্তে পছন ধরে যায় , মহিলার কোনো সন্তান নাই সে নিষ্সন্তান, সে নিজেই চলতেন অনেক কষ্ট করে,তার স্বামী মারা গিয়েছে বেশ কয়েক বছর আগেই, মহিলার চিকিৎসার জন্য কিছু টাকা সাহায্য উঠিয়ে ডাক্তার দেখান প্রতিবেশী আত্মীয় স্বজন, ডাক্তার বলেছেন ভালো চিকিৎসা না করলে হাতটি কেটে ফেলে দিবে, হাতটি যেনো কাটতে না হয় সে জন্য মমতা সকলের নিকট সাহায্য চেয়েছেন, বর্তমানে রোগী মমতা এম এ জি উসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছে, বর্তমানে রোগীর কাছে কোনো টাকা নেই বিদায় সকলের সাহায্যের খুবই প্রয়োজন, সকলের সহায়তা পেলে হয়তো রোগীকে সুস্থ করা যেতে পারে।
ঠিকানা:-
জেলা- হবিগঞ্জ,
থানা- মাধবপুর,
ইউনিয়ন - বাঘাসুরা,
গ্রাম- পুরাইকলা,
রোগীর নাম- মোছাঃ মমতা খাতুন,
মমতা খাতুন রোগীর গার্ডিয়ান - সুমন এর ফোন ও বিকাশ পার্সনাল 01746836476,বর্তমানে রোগী এম এ জি উসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছে
রেফারেন্স মোঃ মোসাহিদ মিয়া
বিকাশ পার্সনাল -০১৭৭৭৫২৫৫৩৯,
ফোন ০১৮৮১৬১৪২৫১
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.