|| ২৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ || ১৬ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ || ১লা জিলকদ, ১৪৪৬ হিজরি
সাভারে বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণ শ্রমিকের মৃত্যু
প্রকাশের তারিখঃ ১৯ মার্চ, ২০২৪
সাভারের আশুলিয়ায় একটি নির্মাণাধীন বাড়িতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৯ মার্চ) সকালে উপজেলার ধামসোনা ইউনিয়নের ডেন্ডাবর এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত শ্রমিকের নাম শামীম (১৯) তিনি পঞ্চগড় জেলার দেবীগঞ্জ থানার রামগঞ্জ গ্রামের শুকুর আলীর ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, ডেন্ডাবর এলাকার নির্মাণাধীন ১৬ তলা ভবনের দোতলায় কাজ করার সময় বিদ্যুৎপৃষ্ট হয়ে গুরুতর আহত হন শামীম। পরে তাকে দ্রুত উদ্ধার করে চিকিৎসার জন্য সাভারের এনাম মেডিক্যাল কলেজ এন্ড হাসপাতালে ভর্তি করলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় ভবন মালিকরা বলেন, আমরা নিহতের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার ব্যবস্থা করবো।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.