|| ২৪শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৯ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২২শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
কুড়িগ্রামে সড়ক দুর্ঘটনা রোধে শিক্ষক শিক্ষার্থীদের নিয়ে প্রচারণায় পুলিশ
প্রকাশের তারিখঃ ১৯ মার্চ, ২০২৪
সড়ক দূর্ঘটনা রোধে সচেতনতামূলক প্রচারণার অংশ হিসেবে কুড়িগ্রামে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
কুড়িগ্রাম জেলা পুলিশের ট্রাফিক বিভাগ সোমবার (১৮ মার্চ) দুপুরে ভোগডাঙ্গা মডেল কলেজ মাঠে এ সমাবেশের আয়োজন করে।
এতে প্রধান অতিথি হিসিবে উপস্থিত ছিলেন, কুড়িগ্রামের পুলিশ সুপার (এসপি) আল-আসাদ মোঃ মাহফুজুল ইসলাম। ভোগডাঙ্গা মডেল কলেজের অধ্যক্ষ মোঃ দবীর উদ্দিন এর সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ সাজ্জাদ হোসেন, সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার একেএম ওহিদুন্নবী, সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মাসুদুর রহমান, জেলা ট্রাফিকের ইনচার্জ একেএম বানিউল আনাম। অনুষ্ঠান সঞ্চালক ছিলেন সার্জেন্ট মোঃ সুজন রেজা। সমাবেশে কলেজ ও স্কুল কলেজের ছাত্র-ছাত্রী, অভিভাবকসহ শিক্ষকরা উপস্থিত ছিলেন।
বক্তারা ‘সাবধানে চালাবো গাড়ী, নিরাপদে ফিরবো বাড়ী’ এ প্রতিপাদ্যে মোটরসাইকেল আরোহীদের হেলমেড পরিধান, মোটরসাইকেলে ৩জন আরোহন না করাসহ ট্রাফিক আইন মেনে চলার জন্য সকলকে উজ্জ্বীবিত করেন। এছাড়াও ছাত্র-ছাত্রী, শিক্ষক ও বৃদ্ধ মানুষকে রাস্তা পারাপারে সচেতনতা বৃদ্ধি করা হয়।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.