|| ১লা ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ || ১৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ || ২রা শাবান, ১৪৪৬ হিজরি
সীতাকুণ্ডে আগুন লেগে নিঃস্ব চার পরিবার
প্রকাশের তারিখঃ ১৮ মার্চ, ২০২৪
চট্টগ্রামের সীতাকুণ্ডে আগুন লেগে চারটি বসতঘর পুড়ে ছাঁই হয়ে গেছে। সোমবার (১৮ মার্চ) দুপুর ২টার দিকে উপজেলার ১নং সৈয়দপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডস্থ পূর্ব বাকখালী গ্রামের সিএনজি চালক মহিউদ্দিনের বাড়ীতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তাৎক্ষণিক আগুন লাগার সংবাদটি চারদিকে ছড়িয়ে পড়লে এলাকাবাসী আগুন নিভানোর জন্য ঝাঁপিয়ে পড়ে এবং পরবর্তীতে খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১টি ইউনিট যোগ দেন। আগুন নিয়ন্ত্রণে আসলেও ততক্ষণে সবকিছু পুড়ে ছাঁই হয়ে যায়। তাৎক্ষণিক আগুনের কারণ জানা যায়নি। সীতাকুণ্ড ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার নুরুল আলম দুলাল বলেন, আজ দুপুর ২টায় সৈয়দপুর ইউনিয়নের পূর্ব বাকখালী গ্রামের সাবের আহম্মদের পুত্র মোঃ মহিউদ্দিন, নুরুল আহম্মদ, আলী হোসেন ও মোঃ ফারুক আলীর বসতঘর পুড়ে ছাঁই হয়ে যায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। যার কারণে মুহূর্তেই চারপাশে আগুন ছড়িয়ে পড়ে। একপর্যায়ে ফায়ার সার্ভিস আগুন নিভাতে সক্ষম হয়। এতে তাদের চারটি টিনসেটের সম্পূর্ণ বসতঘর পুড়ে ছাঁই হয়ে যায় এবং প্রায় ৫ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.