|| ২৪শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৯ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২২শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
বঙ্গবন্ধুর জন্মদিনে ঢাকা জেলা উত্তর ছাত্রলীগের ইফতার সামগ্রী বিতরণ
প্রকাশের তারিখঃ ১৮ মার্চ, ২০২৪
ঢাকা জেলা উত্তর ছাত্রলীগের উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪ তম জন্মদিনে অসহায় মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।
রবিবার (১৭ মার্চ) সাভার উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী ও ঢাকা জেলা উত্তর ছাত্রলীগের সভাপতি ইঞ্জিঃ সাইদুল ইসলাম ও সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম মনির'র নেতৃত্বে ইফতার বিতরণ কর্মসূচি গ্রহণ করা হয়।
ইফতার বিতরণ ও জাতির পিতার জন্মদিন পালনের বিষয়ে সাভার উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী ও ঢাকা জেলা উত্তর ছাত্রলীগের সভাপতি ইঞ্জিঃ সাইদুল ইসলাম বলেন, বাঙালির আদর্শ পুরুষ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বর্তমান প্রজন্মের মন-মননে চিন্তা-চেতনে আদর্শ-অনুপ্রেরণে চেতনায়-জাগরণে প্রদীপ্ত শিখারূপে প্রবাহমান। শৈশব থেকেই বঙ্গবন্ধু ছিলেন একজন স্বভাবজাত নেতা, নেতৃত্বের গুণ তাঁর মধ্যে বিকশিত হয়েছিল বাল্যকাল থেকেই। একই সাথে অধিকার আদায়েও তিনি ছিলেন শৈশব থেকেই সোচ্চার একটি কন্ঠ। আমরা জানি, ১৭ই মার্চ একই সাথে জাতীয় শিশু দিবস হিসেবেও পালিত হয়। শিশুদের মধ্যে নেতৃত্ব ও মানবীয় গুণাবলির সমন্বিত উন্মেষ ঘটাতে বাঙালির শ্রেষ্ঠ সন্তান জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানই হলেন দীপ্যমান দৃষ্টান্ত।
ঢাকা জেলা উত্তর ছাত্রলীগের সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম মনির বলেন, আমরা বাংলাদেশ ছাত্রলীগ, ঢাকা জেলা উত্তর শাখার পক্ষ থেকে ছাত্রলীগের নেতাকর্মীদের মাঝে বঙ্গবন্ধুর চিরায়ত যে আদর্শ সেটি ছড়িয়ে দিতে সকলের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে বঙ্গবন্ধুর ১০৪ তম জন্মবার্ষিকী পালন করেছি। এই লক্ষ্যে আমরা বিভিন্ন কর্মসূচি দিয়েছি। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে তরুণ প্রজন্মের পক্ষে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করেছি এবং অসহায় শ্রমজীবী মানুষের মাঝে ইফতার বিতরণ করেছি।
এসময় উপস্থিত ছিলেন,ঢাকা জেলা উত্তর ছাত্রলীগের আশরাফ মাহমুদ শুভ,হাফিজুর হাসান,রবিন খান ,ইলিয়াস মুন্সি,সিয়াম আহমেদ,শাহীন মোল্লা,হারুন মুন্না,হাবিবুর রহমান,রোহান খান, সাব্বির পাঠান সহ প্রমুখ
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.