|| ১লা ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ || ১৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ || ২রা শাবান, ১৪৪৬ হিজরি
সীতাকুণ্ডে মোবাইল কোর্টের অভিযান
প্রকাশের তারিখঃ ১৭ মার্চ, ২০২৪
চট্টগ্রামের সীতাকুণ্ডে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়েছে। শনিবার (১৬ মার্চ) দুপুরে উপজেলার পৌরসদরস্থ কলেজ রোডে এই অভিযান পরিচালনা করেন সীতাকুণ্ড উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কে এম রফিকুল ইসলাম। অভিযানে সরকারী আদেশ অমান্য, প্রকাশ্য জুয়া প্রতিরোধ এবং ডেঙ্গু বিস্তারে অস্বাস্থ্যকর পরিবেশ সৃষ্টির জন্য তিনজন ব্যক্তি এবং ২টি প্রতিষ্ঠানকে মোট ৩০ হাজার টাকা জরিমানা করেন। এসময় উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কে এম রফিকুল ইসলাম বলেন, পৌরসদরস্থ কলেজ রোড বাজারে বিভিন্ন অনিয়মের কারণে মোবাইল কোর্টের মাধ্যমে দুই ব্যক্তি ও তিনটি প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। অভিযানে সার্বিক সহযোগীতা করেন সীতাকুণ্ড মডেল থানা পুলিশ।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.