|| ২৫শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ১০ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২৩শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
মালয়েশিয়ায় বিয়ামের যাত্রা শুরু, সভাপতি চাঁদপুরের ফাইয়াজ
প্রকাশের তারিখঃ ১৭ মার্চ, ২০২৪
মালয়েশিয়ায় বাংলাদেশি তরুণদের সংগঠন 'বাংলাদেশি অ্যালায়েন্স মালয়েশিয়া (বিয়াম)' এর অফিসিয়াল যাত্রা শুরু হয়েছে।
গত ১৬ ইং মার্চ (শনিবার) মাহসা ইউনিভার্সিটির এম্পাথি অডিটোরিয়ামে আয়োজিত ইফতার ও বিয়ামের চ্যাপ্টার কমিটি ঘোষণা বিষয়ক এক অনুষ্ঠানের আয়োজন করে বিয়াম সেন্ট্রাল কমিটি। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মালয়েশিয়াস্থ বাংলাদেশ হাইকমিশনের মান্যবর হাইকমিশনার মু শামীম আহসান।
প্রধান অতিথির বক্তব্যে হাইকমিশনার বলেন তরুণদের প্রতি আমাদের দেশের অনেক প্রত্যাশা রয়েছে। আশাকরি বিয়ামের এই অগ্রযাত্রা আমাদের প্রত্যাশা পূরণে অনেক দূর এগিয়ে যাবে।
উক্ত অনুষ্ঠানে এসএম ফাইয়াজ আলমকে প্রেসিডেন্ট ও তওফিকুর রহমান মাহফুজকে সেক্রেটারি করে ১৭ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেন বিয়ামের সেন্ট্রাল প্রেসিডেন্ট বশির ইবনে জাফর।
উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টির ডিন ডক্টর তানশ্রি ইমান ফারসি, ইনিভার্সিটির পূত্রা মালয়েশিয়ার সিনিয়র প্রভাষক ডক্টর আরজিলায়াতি মুহাম্মদ ইউনুস ও মাহসা স্টুডেন্ট সেন্ট্রালের হেড, মিস জেনিফার ফার্নান্ডেজ প্রমুখ।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.