|| ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
ফরিদপুর জেলা আওয়ামী লীগের ব্যতিক্রমী উদ্যোগ,পাচঁশত টাকায় গরুর মাংস বিক্রয়
প্রকাশের তারিখঃ ১৭ মার্চ, ২০২৪
ফরিদপুর জেলা আওয়ামী লীগের উদ্যোগে স্বল্প আয়ের মানুষের জন্য পবিত্র মাহে রমজান উপলক্ষে ৫০০ টাকা কেজিতে গরুর মাংস বিক্রয় কার্যক্রম শুরু হয়েছে।
আজ সকালে এ কার্যক্রমের উদ্বোধন করেন ফরিদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি শামীম হক সহ জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ।
জেলা আওয়ামী লীগের সভাপতি শামীম হক জানান,কিছু ব্যবসায়ী সিন্ডিকেটের কারণে সাধারণ মানুষ তাদের আয়ের অংশ দিয়ে নিজেদের চাহিদা মেটাতে হিমসিমে পড়তে হচ্ছে। সরকার বাজারের পণ্যের দাম নির্ধারণ করা সত্ত্বেও কিছু ব্যবসায়ী সেটা অমান্য করে তাদের ইচ্ছামত দাম বাড়িয়ে ব্যবসা করে চলছে। তারি পরিপ্রেক্ষিতে ফরিদপুর জেলা আওয়ামী লীগের এই ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে। আশারাখি পবিত্র মাহে রমজানে এই উদ্যোগের ফলে সাধারন মানুষ ৫শত টাকায় গরুর মাংস কিনে নিয়ে পরিবার পরিজনদের নিয়ে খেতে পারবে।
এ সময় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহ্ মোঃ ইশতিয়াক আরিফ, ডাক্তার কে এম নাহিদুল হক, জেলা শ্রমিকলীগের সভাপতি ও জেলা আওয়ামী লীগের সদস্য গোলাম মোঃ নাছির সহ জেলা আওয়ামী লীগের অন্যান্য সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
জানাযায় পবিত্র রমজান মাস উপলক্ষে এ কার্যক্রম অবাহত থাকবে ।এদিকে জেলা আওয়ামী লীগের এই ব্যতিক্রম আয়োজনে প্রথম দিন অসংখ্য ক্রেতারা তাদের চাহিদা মত মাংস কিনতে পেরে জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দদের অভিনন্দন ও সাধুবাদ জানান।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.