|| ৩০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ || ১৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ || ২রা জিলকদ, ১৪৪৬ হিজরি
মিরসরাইয়ে ৫ ডাকাত গ্রেফতার
প্রকাশের তারিখঃ ১৬ মার্চ, ২০২৪
চট্টগ্রামের মিরসরাই উপজেলা এলাকার মহাসড়কে ডাকাতির প্রস্তুতিকালে পাঁচজনকে গ্রেফতার করেছে মিরসরাই থানা পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সহিদুল ইসলাম।
শুক্রবার দিবাগত রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বড় দারোগারহাট এলাকা থেকে তাঁদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা উপজেলার ১৫নং ওয়াহেদপুর ইউনিয়ন এলাকার ৮নং ওয়ার্ডস্থ কমর আলী রাস্তার মাথা হইতে ৫০গজ পশ্চিমে একটি ইট বালির দোকানের সামনে পাকা রাস্তার উপর ডাকাতির প্রস্তুতির সময় তাদের গ্রেফতারের বিষয়টি জানায় পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন, নোয়াখালীর কোম্পানীগঞ্জ থানার চর এলাহি এলাকার মো. খোকন (২৮), একই এলাকার মো. মোস্তফা প্রকাশ চৌধুরী (৩৫), চট্টগ্রামের সদ্বীপ উপজেলার মুছাপুর এলাকার মো. সুমন মিয়া (৩৩), বরিশালের বাবুগঞ্জ থানার কেদারপুর এলাকার মো. রাসেল হোসেন (৩৩) এবং কুমিল্লার লাঙ্গলকোট উপজেলার দক্ষিণ শাকতলী এলাকার মনসুর আলম (৩৬)।
ওসি সহিদুল ইসলাম জানান, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বিভিন্ন কায়দায় গাড়ি থামিয়ে যাত্রী এবং বিভিন্ন যানবাহনকে টার্গেট করে ডাকাতি করে এই চক্রটি। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ মহাসড়কে ডাকাতির প্রস্তুতিকালে উপজেলার বড়দারোগাহাট এলাকা থেকে ডাকাত দলের পাঁচজনকে গ্রেফতার করেছে।
এ সময় তাঁদের কাছ থেকে দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। এ ঘটনায় থানায় একটি মামলা (নং-১৪, তারিখ ১৬ মার্চ ২০২৪ খ্রি:) দায়ের করে তাঁদের আদালতে পাঠানো হয়েছে বলেও জানান ওসি।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.