|| ২৪শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৯ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২২শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
ফরিদপুরে পৌর আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
প্রকাশের তারিখঃ ১৬ মার্চ, ২০২৪
ফরিদপুর পৌর আওয়ামী লীগের উদ্যোগে ৯ নং ওয়ার্ড আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন আজ শনিবার বিকেল চারটায় ফরিদপুর শহরের রঘুনন্দনপুর বুনিয়াদি স্কুল মাঠ প্রঙ্গনে অনুষ্ঠিত হয়েছে।
৯ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও পৌর কাউন্সিলার নুরুল ইসলাম মোল্লার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মেহেদী হাসান বাবুর সঞ্চালনায় অনুষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করে এর উদ্বোধন করা হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন
ফরিদপুর জেলা আওয়ামী লীগের
সভাপতি শামীম হক , বিশেষ অতিথি ছিলেন সাধারণ সম্পাদক ইশতিয়াক আরিফ, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক ও পৌর মেয়র অমিতাভ বোস কোতোয়ালি থানা আওয়ামী লীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা সাইফুল ইসলাম নিলু, ফরিদপুর পৌরসভার ২ নং ওয়ার্ড কাউন্সিলর কুদ্দুসুর রহমান, মহিলা আওয়ামী লীগের সভাপতি মাহমুদা বেগম , পৌর আওয়ামী লীগের আহ্বায়ক শাহিদ উদ্দিন আহমেদ, যুগ্ন আহবায়ক নুরুল আমিন বাপ্পি,
জাতীয় শ্রমিক লীগের সাবেক সভাপতি আক্কাস হোসেন ফরিদপুর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফাহিম আহমেদ ।
অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে
জেলা আওয়ামী লীগের সভাপতি শামীম হক
গত সাত জানুয়ারি অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর সদর ৩ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর পরাজয় প্রসঙ্গে বলেন,
আমাকে জাতীয় সংসদ নির্বাচন থেকে দূরে রাখার জন্য দৈত্য নাগরিকত্বের অভিযোগ মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হয়েছে । আমার বিরুদ্ধে অপপ্রচার রটনো হয়েছে। আমাকে আদালত পাড়ায় ব্যস্ত রাখা হয়েছে। তাছাড়া আমাদের নেতাকর্মীদের নানা ভাবে হয়রানি করা হয়েছে। আমার ভোটারদের বিভ্রান্ত করা হয়েছে ।
তিনি বলেন এর বিচার আমি জনগণের উপর ছেড়ে দিলাম। তিনি বলেন
বিগত নির্বাচনে ফরিদপুর ৩ আসনে বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থীকে হারানো হয়েছে । জননেত্রী শেখ হাসিনা প্রার্থীকে পরাজিত করানো হয়েছে ।
সভায় বক্তারা বলেন আগামী রমজানের পরে পৌর আওয়ামী লীগের বিভিন্ন ওয়ার্ডের সম্মেলন অনুষ্ঠিত হবে।
এখান থেকে নতুন নেতৃত্বে বেরিয়ে আসবে । যারা জনগণের সেবায় কাজ করবে। সংগঠনকে শক্তিশালী করবে এবং সবসময় জনগণের সাথে মিশে থাকবে। সম্মেলনে ৯ নং ওয়ার্ডের সভাপতি পদে হযরত আলী পাট্টাদার এবং সাধারণ সম্পাদক পদে মেহেদী হাসান বাবুকে সর্বসম্মতি ক্রমে উক্ত ওয়ার্ডের সভাপতি সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.