|| ২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২১শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিশেষ উদ্যোগে পাঁচ শত স্কুলে কম্পিউটার প্রদান করা হয়
প্রকাশের তারিখঃ ১৫ মার্চ, ২০২৪
রাজ্য সরকার ডিজিটাল শিক্ষার উপর জোর দিলেও দেখা যাচ্ছে কিছু স্কুলে এখনো কম্পিউটারের ভালো ব্যবস্থা নেই, তাই প্রতি স্কুলে আরো কম্পিউটার শিক্ষার উপর ছাত্রদের জোর দিতে এবং স্কুলের পড়ুয়াদের সর্গড় করতে তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিশেষ উদ্যোগে তার ডায়মন্ড হারবার লোকসভা নিজ সংসদীয় এলাকায় ফলতা বিধানসভা,সাতগাছিয়া বিধানসভা,বিষ্ণুপুর বিধানসভা,মেটিয়াব্রুজ বিধানসভা,ডায়মন্ড হারবার বিধানসভা সহ মোট সাতটি বিধানসভায় সকল প্রাথমিক ও মাধ্যমিক,উচ্চ মাধ্যমিক জুনিয়ার হাইস্কুল সহ প্রায় পাঁচ শত বিদ্যালয়ে এক হাজার পিস কম্পিউটার প্রদান করা হয় স্কুল মাস্টার দের হাতে তুলে দেওয়া হয় । এদিন প্রদীপ প্রজ্জ্বলন এর মধ্যে দিয়ে এই অনুষ্ঠানের শুভ সূচনা হয়।উপস্তিত ছিলেন রাজ্যের পরিবহন দপ্তরের মন্ত্রী দিলীপ মণ্ডল, ডি পি এস সি অজিত কুমার নায়েক,প্রাইমারি রাজ্য শিক্ষা সমিতির সভাপতি শিক্ষক নেতা মইদুল ইসলাম,ডায়মন্ড হারবার বিধান সভার বিধায়ক পান্নালাল হালদার,জেলা পরিষদের সদস্যা ও জেলার মহিলা সভা নেত্রী মনমহীনি বিশ্বাস,পৌরসভার চেয়ারম্যান প্রণব কুমার দাস,ভাইস চেয়ারম্যান রাজশ্রী দাস, ডায়মন্ড হারবার ১নম্বর ব্লক যুব সভাপতি গৌতম অধিকারী,টাউন যুব সভাপতি সৌমেন তরফদার সহ জেলা পরিষদের সদস্য, সদস্যা ও অন্যান্য সকল স্কুলের শিক্ষক শিক্ষিকা প্রমুখ। সূত্রে খবর রাজ্যের পাশাপাশি ডায়মন্ড হারবার লোকসভার সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় তার নিজ সংসদীয় এলাকায় প্রাথমিক,মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক সহ অন্যান্য সরকারি শিক্ষা কেন্দ্রে শিক্ষার প্রসারে স্কুলে স্কুলে আরো বেশি করে কম্পিউটার সরবরাহ করতে শুরু করে। কম্পিউটার শিক্ষার প্রসারেই এই উদ্যোগ,এতে বহু ছাত্রছাত্রী উপকৃত হবে। এই উদ্যোগের ফলে শুধু পড়ুয়া দের মধ্যে প্রযুক্তির শিক্ষার বিস্তার ঘটবে তাই নয়,সেই সঙ্গে বহু বেকারের ও কর্মসংস্থান হবে বলে মনে হয়। সাংসদের এই কম্পিউটার প্রদান সিদ্ধান্ত খুবই ইতিবাচক। ডায়মন্ড হারবার মডেল যেটা সকল রাজ্যের কাছে অনন্য একটা নজির। সেই জন্য ডায়মন্ড হারবার মডেলকে সাংসদ সব সময় নিজের দৃষ্টি আকর্ষণের মধ্যে দিয়ে একটু আলাদা ভাবে চেষ্টা করে আসছেন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় আরো বেশি করে নিজ এলাকায় সমাজিক উন্নয়ন মূলক কাজ করার। তাই স্বাস্থ্য থেকে পর্যটন জনসেবা থেকে শিক্ষা এক বৃন্দু মাত্র খামতি রাখতে চায়না আমাদের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাই কম্পিউটার শিক্ষার মান কে আরো বাড়াতে সাংসদের এই বিশেষ উদ্যোগে সকল স্কুলে কম্পিউটার প্রদান।এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন উপস্তিত শিক্ষক থেকে শুরু করে বিশিষ্ঠ বর্গ সকলে।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.