|| ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
নবীনগরে সাড়ে তিন কোটি টাকা মূল্যের সরকারি জায়গা উদ্ধার করলেন ইউএনও
প্রকাশের তারিখঃ ১৫ মার্চ, ২০২৪
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পৌর এলাকার নারায়ণপুরে সরকারি জায়গা দখল করে অবৈধভাবে পাকা স্থাপনা নির্মাণের সময় অভিযান চালিয়ে ২টি মার্কেট ও একটি দোকান ভেঙে গুঁড়িয়ে দিয়েছে উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।
শুক্রবার দুপুরে নারায়ণপুরে এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তানভীর ফরহাদ শামীম।
উপজেলা নির্বাহী অফিসার তানভীর ফরহাদ শামীম জানান, নারায়ণপুরে সরকারি জায়গা দখল করে অবৈধভাবে পাকা স্থাপনা নির্মাণ করছিল। খবর পেয়ে সেখানে অভিযান চালিয়ে তিনটি দোকানঘর উচ্ছেদ করে দখলমুক্ত করা হয়েছে।জায়গাটির মূল্য আনুমানিক সাড়ে তিন কোটি টাকা। পাশাপাশি আশপাশের সরকারি জায়গায় যাতে কেউ আর দোকান নির্মাণ না করে, সে ব্যাপারে সকলকে সতর্ক করা হয়েছে।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.