|| ৩০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ || ১৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ || ২রা জিলকদ, ১৪৪৬ হিজরি
জয়পুরহাটের আক্কেলপুরে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ৪ জন মাদকব্যবসায়ী গ্রেপ্তার
প্রকাশের তারিখঃ ১৫ মার্চ, ২০২৪
জয়পুরহাটের আক্কেলপুর থানার রুকন্দিপুর এলাকায় র্যাবের অভিযানে ৭০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ৪ জন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার হয়েছে । গ্রেফতারকৃতরা হল,জয়পুরহাট জেলার আক্কেলপুর থানার রুকন্দিপুর গ্রামের মৃত নাছির উদ্দিনের পুত্র
সাইফুল ইসলাম (৫৩), জগদীশপুর গ্রামের মৃত ময়েজ উদ্দিনের পুত্র আবু তাহের (৪৫), জয়পুরহাট সদর থানার মধ্য জামালপুর গ্রামের মৃত ইসমাইল হোসেনের পুত্র রফিকুল ইসলাম(৪৮) ও একই গ্রামের মোঃ বাচ্চু মিয়ার পুত্র সানোয়ার হোসেন (৩৬)।
র্যাব-৫, জয়পুরহাট সিপিসি-৩ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ১৪ই মার্চ বৃহস্পতিবার দিবাগত রাতে অভিযান চালিয়ে তাদের ৭০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ হাতেনাতে গ্রেপ্তার করে।
আজ ১৫ই মার্চ শুক্রবার সকালে প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে র্যাব এ তথ্য নিশ্চিত করেছেন ।
র্যাব জানায়,গ্রেফতারকৃত আসামী সাইফুল একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। সে সীমান্তবর্তী এলাকা থেকে মাদক সংগ্রহ করে রফিক, সানোয়ার ও আবু তাহের এর মাধ্যমে জয়পুরহাটের বিভিন্ন এলাকায় খুচরা ও পাইকারী বিক্রি করতো। এব্যাপারে জয়পুরহাট জেলার আক্কেলপুর থানায় ধৃত আসামিদের সোপর্দপূর্বক মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.