|| ২৪শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ || ১০ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ || ২৪শে রজব, ১৪৪৬ হিজরি
সীতাকুণ্ডে গাড়ীর ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু
প্রকাশের তারিখঃ ১৪ মার্চ, ২০২৪
চট্টগ্রামের সীতাকুণ্ডে নিজের মোটরসাইকেল মেরামত করতে গ্যারেজে নিয়ে যাওয়ার পথে দুর্ঘটনায় মৃত্যু হয়েছে মোঃ ইয়াছিন আলী মুন্না (২৩) নামে এক যুবক। বৃহস্পতিবার (১৪ মার্চ) দুপুর ১১টার দিকে উপজেলার ৮নং সোনাইছড়ি ইউনিয়নের বারআউলিয়া ফুলতলা এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ ঘটনা ঘটে।
মৃত ইয়াছিন আলী মুন্না ৭নং কুমিরা ইউনিয়নের নিউ রাজাপুর গ্রামের সৈয়দ সেরাং বাড়ীর মোহাম্মদ আলীর পুত্র। বিষয়টি নিশ্চিত করে নিহতের পিতা মোহাম্মদ আলী বলেন, সকালে আমার ছেলে নিজের মোটরসাইকেল মেরামত করতে যাওয়ার সময় ফুলতলা এলাকার হাফিজ জুট মিলসের সামনে মহাসড়কের চট্টগ্রামমুখী সড়কে একটি পিকআপ ভ্যানের ধাক্কায় গুরুত্বর আহত হয়। এসময় স্থানীয়রা তাকে উদ্ধার করে চমেক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এবিষয়ে বারআউলিয়া হাইওয়ে থানার অফিসার ইনচার্জ খোকন চন্দ্র ঘোষ বলেন, পিকআপের সাথে সংঘর্ষে এক মোটরসাইকেল আরোহী আহত হলে হাসপাতালে নিয়ে গেলে সেখানে তার মৃত্যু হয়। গাড়ী দুইটি আটক করা হয়েছে। এব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.