|| ২রা ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ || ১৯শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ || ৩রা শাবান, ১৪৪৬ হিজরি
ঠকুরগাঁওয়ের রাণীশংকৈলে ১০ পরিবারের বাড়ীঘর অগ্নিকান্ডে ভস্মীভূত
প্রকাশের তারিখঃ ১৪ মার্চ, ২০২৪
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে রান্না ঘরের চুলার অগ্নিকান্ডে আগুনের সূত্রপাতে অগ্নিকাণ্ডে ১০ পরিবারের বাড়ি-ঘর পুড়ে ভস্মীভূত হয়েছে।
জানাযায়, গত১২ মার্চ ২০২৪ মঙ্গলবার সন্ধ্যায় রানীশংকৈল উপজেলার রাতোর ইউনিয়নের বাবুরিয়া গ্রামে অগ্নি কান্ডের ঘটনা ঘটে।তবে খবর পেয়ে ঘটনাস্থলে উপজেলা ফায়ার সার্ভিসের ২টি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।
উপজেলা ফায়ার সার্ভিস অফিসার নাছিম ইকবাল জানায়,খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে নেয়া হয়েছে।এতে প্রায় ১০টি পরিবারের সদস্যদের শয়ন কক্ষ ১৬টি, গোয়াল ঘর ৮টি,খড়ি ঘর ২টি,রান্না ঘর ১০টি, খড়ের গাদা ২টি ও দোকান ঘর ১টি,
আগুনে পুড়ে গেছে।ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়.ক্ষতির পরিমাণ দুই লক্ষ ষাট হাজার টাকার সমপরিমাণ ৬ লক্ষ আঁশি হাজার টাকার মালামাল ফায়ার সার্ভিস রক্ষা করেছেন।রান্নাঘর থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে মনে করছে ফায়ার সার্ভিস।এ দিকে অগ্নিকাণ্ডের খবর শুনে রাতে তাৎক্ষণিক উপজেলা প্রশাসনের পক্ষ থেকে. চেয়ারম্যান শাহরিয়ার আজম মুন্না,উপজেলা নির্বাহী কর্মকর্তা রকিবুল হাসান ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সামায়েল মার্ডি আগুনে ক্ষতিগ্রস্ত এলাকায় গিয়ে ক্ষতিগ্রস্ত প্রত্যেক পরিবারকে ৩ হাজার টাকা ১টি করে কম্বল ও শুকনা খাবারের প্যাকেট অগ্নি কান্ডের ক্ষতি গ্রস্ত পরিবারের মাঝে তুলে দেন।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.