|| ৩০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ || ১৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ || ২রা জিলকদ, ১৪৪৬ হিজরি
সীতাকুণ্ডে সেহরীর সময় পুড়লো মোহাব্বতের ঘর
প্রকাশের তারিখঃ ১৩ মার্চ, ২০২৪
চট্টগ্রামের সীতাকুণ্ডে সেহরীর সময় ঘরে আগুন লেগে নিঃস্ব হলেন খালদেমুল ইসলাম মোহাব্বতের পরিবার। বুধবার মধ্যরাতে পৌরসভার ৭নং ওয়ার্ডের পশ্চিম মহাদেবপুর এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। স্থানীয় পৌরকাউন্সিলর ফজলে এলাহী পায়েল বলেন, এলাকার মসজিদের মাইকে সেহরীর সময় আগুন লেগেছে এমন ঘোষণা দিলে এলাকাবাসী আগুন নিভানোর জন্য ঝাঁপিয়ে পড়ে এবং পরবর্তীতে ফায়ার সার্ভিসের ১টি ইউনিট যোগ দেন। আগুন নিয়ন্ত্রণে আসলেও ততক্ষণে সব পুড়ে ছাঁই হয়ে যায়। তাৎক্ষণিক আগুনের কারণ জানা যায়নি। সীতাকুণ্ড ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার নুরুল আলম দুলাল বলেন, সেহরীর সময় রাত ৩টায় পশ্চিম মহাদেবপুর খালদেমুল ইসলাম মোহাব্বতের ঘরে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লাগার ঘটনা ঘটে, ফায়ার সার্ভিস আগুন নিভাতে সক্ষম হয়। এতে তার টিনসেটের সম্পূর্ণ ঘর পুড়ে যায় এবং প্রায় পাঁচ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.