|| ৩০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ || ১৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ || ২রা জিলকদ, ১৪৪৬ হিজরি
বকশীগঞ্জে অবৈধভাবে একাধিক সেচ সংযোগ চালানোর প্রতিবাদে সংবাদ সম্মেলন
প্রকাশের তারিখঃ ১৩ মার্চ, ২০২৪
জামালপুরের বকশীগঞ্জে পল্লী বিদ্যুৎ সমিতির নীতিমালা না মেনে একই লাইনে একাধিক সেচ সংযোগ চালানোর প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৩ মার্চ) দুপুরে বাট্টাজোড় ইউনিয়নের পূর্ব দত্তেরচর গ্রামে নিজ বাড়িতে সংবাদ সম্মেলন করেন মো. শেখ শাদী নামে এক কৃষক।
সংবাদ সম্মেলনে কৃষক শেখ শাদী জানান, একই গ্রামের নুরুল হকের ছেলে মুর্শেদ জামান চাঁন মিয়া বকশীগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির আওতায় একটি সেচ সংযোগ নেন। নীতিমালা অনুযায়ী ১৩০ ফিটের মধ্যে সেচ সংযোগ স্থাপনের নিয়ম থাকলেও অভিযুক্ত চাঁন মিয়া ১১ শ ফিট ও ৮শ ফিট দূরত্বে সংযোগ গুলো স্থাপন করেন।
তিনি সেই সেচ থেকে দুই বছর ধরে অন্যের জমিতে দুটি লাইন অবৈধভাবে স্থাপন করে সেচ সংযোগ নিয়ে ভাড়ায় অন্যের জমিতে পানি সরবরাহ করে আসছে।
এতে করে সরকার ও পল্লী বিদ্যুৎ সমিতি বিপুল পরিমান রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে। ফলে প্রকৃত সেচ মালিকরা ক্ষতিগ্রস্ত হচ্ছে। তাই অবৈধ সেচ লাইন দুটি বিচ্ছিন্ন করতে জামালপুর পল্লী বিদ্যুৎ সমিতির ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন তিনি। এসময় তার পরিবারের সদ্যরা উপস্থিত ছিলেন।
বকশীগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম জয় প্রকাশ নন্দী জানান, এবছর যেহেতু ওই লাইন দুটির আওতায় বোরো চাষ করা হয়েছে। তাই ফসল ঘরে উঠলেই লাইন দুটি বিচ্ছিন্ন করা হবে।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.