|| ৩০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ || ১৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ || ২রা জিলকদ, ১৪৪৬ হিজরি
সীতাকুণ্ডে রেললাইনের পাশ থেকে লাশ উদ্ধার করলেন পুলিশ
প্রকাশের তারিখঃ ১২ মার্চ, ২০২৪
চট্টগ্রামের সীতাকুণ্ডে রেললাইনের পাশ থেকে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১২ মার্চ) সকাল ৯টার দিকে উপজেলার ৮নং সোনাইছড়ি ইউনিয়নের ৭নং ওয়ার্ডস্থ ফরেস্ট অফিস এর উত্তর পাশে রেললাইন সংলগ্ন রাস্তার পূর্ব পাশ থেকে মোঃ জুয়েল (২৮) নামে এক ব্যক্তির লাশ যৌথভাবে উদ্ধার করেছে সীতাকুণ্ড মডেল থানা ও রেলওয়ে পুলিশ। নিহত ব্যক্তি হলেন, সীতাকুণ্ড থানার শীতলপুর চৌধুরীঘাটা আবুল খায়ের রোড এলাকার মোঃ মিয়ার পুত্র। নিহতের স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল সোমবার রাত সাড়ে ৭টার দিকে তার বাড়ী থেকে নামাজ পড়ার উদ্দেশ্যে বের হয়। নামাজ পড়ে বাড়ীতে না ফেরায় নিহত ব্যক্তির বাড়ীর লোকজন খোঁজাখুঁজি করা শুরু করে। মঙ্গলবার সকালে স্থানীয় লোকজন একটি লাশ রেললাইনের পাশে পড়ে থাকতে দেখে সীতাকুণ্ড মডেল থানা পুলিশকে সংবাদ দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্যে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করে। এ বিষয়ে সীতাকুণ্ড মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ কামাল উদ্দিন বলেন, নিহতের শরীরে কোন আঘাতের চিহৃ পাওয়া যায়নি। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। রেলওয়ে পুলিশ এবং সীতাকুণ্ড মডেল থানা পুলিশ সমন্বয়ের মাধ্যমে পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.