|| ২৪শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৯ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২২শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
সীতাকুণ্ডে বিভিন্ন দোকানে মোবাইল কোর্টের অভিযান
প্রকাশের তারিখঃ ১২ মার্চ, ২০২৪
চট্টগ্রামের সীতাকুণ্ড বাজারে মোবাইল কোর্ট পরিচালনা করেছে সীতাকুণ্ড উপজেলা প্রশাসন। সোমবার (১১ মার্চ) বিকেল ৪টার দিকে সীতাকুণ্ড পৌরসদরস্থ বাজারে বিভিন্ন দোকানে এ মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেস্ট আলাউদ্দিন। এ সময় সীতাকুণ্ড বাজারে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম মনিটরিং, অবৈধ পার্কিং, ফুটপাত দখলপূর্বক দোকানপাট পরিচালনার দায়ে মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে বিভিন্ন অপরাধে ৮টি মামলায় ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ভ্রাম্যমান আদালত সূত্রে জানা যায়, মাহে রমজানকে সামনে রেখে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম নিয়ন্ত্রণে রাখতে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। এ সময় দ্রব্যমূল্যের তালিকা থেকেও বেশি দামে পণ্য বিক্রি করায় মাসুদ স্টোরকে ৫ হাজার টাকা, গরুর মাংসের দোকানে মূল্যতালিকা না থাকায় সেলিম মাংস বিতানকে ৫ হাজার টাকা ও মেসার্স ইকবাল স্টোরকে ১ হাজার টাকা, এ ছাড়াও ড্রাইভিং লাইসেন্স না থাকায় পাঁচ সিএনজি চালককে মোট ৯ হাজার টাকাসহ সর্বমোট ২০ হাজার টাকা জরিমানা করা হয়। এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি ) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আলাউদ্দিন বলেন, সীতাকুণ্ড পৌরসদরস্থ বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যসামগ্রী নির্ধারিত মূল্যে বিক্রি নিশ্চিত করতে বিভিন্ন দোকানে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। এ সময় বিভিন্ন অপরাধে ৮টি মামলায় ২০ হাজার টাকা জরিমানা করা হয় এবং জনস্বার্থে উপজেলা প্রশাসনের এ অভিযান অব্যাহত থাকবে। উক্ত অভিযানে সার্বিক সহযোগীতায় ছিলেন সীতাকুণ্ড মডেল থানা এবং উপজেলা ভূমি অফিসের কর্মচারীবৃন্দ।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.