|| ২রা ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ || ১৯শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ || ৩রা শাবান, ১৪৪৬ হিজরি
সাংবাদিক রানার মুক্তির দাবিতে নান্দাইলে মানববন্ধন অনুষ্ঠিত
প্রকাশের তারিখঃ ১২ মার্চ, ২০২৪
শেরপুর জেলার নকলা উপজেলার দেশ রূপান্তর পত্রিকার সংবাদদাতা শফিউজ্জামনন রানাকে ভ্রাম্যমাণ আদালতে সাজা প্রদান করার প্রতিবাদে ময়মনসিংহের নান্দাইলে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। ১২ মার্চ মঙ্গলবার সকাল এগারোটায় উপজেলা পরিষদের সামনে কিশোরগঞ্জ ময়মনসিংহ মহাসড়কের উপর বঙ্গবন্ধু চত্বরে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এসময় বক্তব্য রাখেন প্রেসক্লাব নান্দাইলের সভাপতি হান্নান মাহমুদ, সাধারণ সম্পাদক শামছ-ই তাবরীজ রায়হান,মডেল প্রেসক্লাবের সভাপতি আহসান কাদের মাহমুদ, কালের কন্ঠের আঞ্চলিক প্রতিনিধি রবিউল আলম ফরাজি, প্রথম আলো পত্রিকার প্রতিনিধি বাবু রমেশ কুমার পার্থ,মানবজমিন প্রতিনিধি রফিকুল ইসলাম খোকন, সাংবাদিক অরবিন্দ পাল অখিল, দেশ রূপান্তর প্রতিনিধি মোঃ আবু হানিফ সরকার, ঢাকা প্রতিদিন প্রতিনিধি সাংবাদিক রফিকুল ইসলাম মড়ল,আমার সংবাদ প্রতিনিধি শাহজাহান ফকির,সংবাদ প্রতিদিন প্রতিনিধি রমজান আলী সহ আরো অনেকেই ।
এসময় বক্তরা একজন সাংবাদিককে ভ্রাম্যমাণ আদালতে সাজা প্রদানের তীব্র নিন্দা জ্ঞাপন করে অবিলম্বে নিঃর্শত মুক্তি দাবী করেন। বক্তৃতারা বলেন ক্ষমতার অপব্যবহার করে সাংবাদিককে সাজা প্রদানকারী ইউএনও এসিল্যান্ডের প্রশাসনিক ভাবে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের দাবী জানান।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.