|| ২রা ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ || ১৯শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ || ৩রা শাবান, ১৪৪৬ হিজরি
রামপুর উচ্চ বিদ্যালয়ে দূর্নীতির অভিযোগ
প্রকাশের তারিখঃ ১২ মার্চ, ২০২৪
হাজিগন্জ উপজেলার রামপুর উচ্চ বিদ্যালয় চলতি এস এস সি ব্যবহারিক পরিক্ষার ফি বিজ্ঞান শাখার জন্য ১১৫০ টাকা ব্যাবসা ও মানবিক শাখার জন্য ৭৫০ টাকা ফি ধার্য করা হয়।
রামপুর উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি এস,এম মানিক ও অভিভাবক সদস্য শ্যামল শীল কে মুঠোফোনে কল দিলে তারা এই বিষয়ে অবগত না বলে দৈনিক বাংলার অধিকার কে বলেন।
তবে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ কবির হোসেন ও সহ সচিব যোগ সুএে এমন সিদ্ধান্ত হতে পারে বলে জানান।
ইস্কুলের শিক্ষার্থীদের অভিভাবকরা জানান, যেখানে অন্যান্য প্রতিষ্ঠানে ১০০/১৫০ টাকা ফ্রী, আমরা কেন এতো টাকা দিব, অসহায় অভিভাবক এমন দুর্নীতি মেনে নিতে নারাজ।
এবিষয়ে হাজিগন্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার সুদৃষ্টি কামনা করেন। অভিবাভকরা আরও জানান হাজীগঞ্জ উপজেলায় একাধিক ইস্কুলে এরকম অনিয়মের অভিযোগ আছে।
সাইফুল ইসলাম দৈনিক বাংলার অধিকার কে জানান, রামপুর উচ্চ বিদ্যালয়ে একটি নাম করা শিক্ষা প্রতিষ্ঠান এখানে যদি এ ধরনের অভিযোগ পাওয়া যায় তাহলে শিক্ষা প্রতিষ্ঠানের মূল্যায়ন কোথায় থাকবে।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.