|| ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
সীতাকুণ্ডে সপ্তাহব্যাপী জাটকা সংরক্ষণ সপ্তাহ উদ্বোধন
প্রকাশের তারিখঃ ১১ মার্চ, ২০২৪
"ইলিশ হলো মাছের রাজা জাটকা ধরলে হবে সাজা" এই প্রতিপাদ্যে চট্টগ্রামের সীতাকুণ্ডে জাটকা সংরক্ষণ সপ্তাহ-২০২৪ উপলক্ষ্যে উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১১মার্চ) সকাল ১১টার দিকে উপজেলার কুমিরা ইউনিয়নস্থ কুমিরা ঘাট ঘরে সীতাকুণ্ড জাটকা সংরক্ষণ সংক্রান্ত উপজেলা টাস্ক ফোর্স কমিটির আয়োজনে সপ্তাহব্যাপী জাটকা সংরক্ষণ সপ্তাহের উদ্বোধন করা হয়। সীতাকুণ্ড উপজেলা নির্বাহী অফিসার কে এম রফিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চট্টগ্রাম-৪ আসনের সংসদ সদস্য, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সদস্য আলহাজ্ব এস এম আল মামুন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চট্টগ্রাম জেলা মৎস্য কর্মকর্তা শ্রীবাস চন্দ্র চন্দ, কুমিরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মোরশেদ হোসেন চৌধুরী। এ সময় আরো উপস্থিত ছিলেন, চট্টগ্রাম জেলা পরিষদের সদস্য আ ম ম দিলসাদ, উপজেলা মৎস্য কর্মকর্তা কামাল উদ্দিন, সীতাকুণ্ড ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন কর্মকর্তা মোঃ নুরুল আলম দুলাল, কুমিরা নৌপুলিশ ফাঁড়ির অফিসার ইনচার্জ নাছির উদ্দিন, কুমিরা কোস্টগার্ড ফাঁডির ইনচার্জ আজিজুর রহমান, ২নং বারৈয়াঢালা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ সাইদুল ইসলাম, ইউপি সদস্যবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ, জেলে সদস্য ও গণ্যমান্যব্যক্তিবর্গ।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.