|| ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
ভূরুঙ্গামারীতে চাইল্ড নট ব্রাইড (সিএনবি) প্রকল্পের কর্মশালা অনুষ্ঠিত
প্রকাশের তারিখঃ ১১ মার্চ, ২০২৪
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে চাইল্ড নট ব্রাইড (সিএনবি) প্রকল্পের আওতায় স্থানীয় সরকার পর্যায়ে বাজেট পরিকল্পনা প্রণয়ন সম্পর্কে যুবদেরকে অবগতকরণ ও আন্তর্জাতিক নারী দিবস-২০২৪ উদযাপন উপলক্ষে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে ।
১১ মার্চ (সোমবার) ভূরুঙ্গামারী উপজেলা কৃষি অফিস হলরুমে সকালে উপজেলা ইয়ুথ প্ল্যাটফর্ম ভূরুঙ্গামারী নির্বাহী কমিটির সভাপতি আরিফুল ইসলাম নাগেশ্বরী ও ফুলবাড়ী সভাপতি ও সাধারণ সম্পাদক দের ফুল দিয়ে বরণ করে নেন। বিভিন্ন উপজেলা থেকে এতে ৩১ টি যুব সংগঠন অংশ নেন।
প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের আর্থিক ও কারিগরি সহযোগিতায় মহিদেব যুবসমাজ কল্যাণ সমিতি (এমজেএসকেএস) এর আয়োজনে উক্ত আলোচনা সভায় স্থানীয় সরকার পর্যায়ে বাজেট পরিকল্পনা প্রণয়ন সম্পর্কে যুবদেরকে অবগতকরণ ও আলোচনা সভার আয়োজন করা হয়।
আলোচনা সভা শেষে "নারীর সমঅধিকার সমসুযোগ এগিয়ে নিতে হোক বিনিয়োগ" এই প্রতিপাদ্যকেকে সামনে রেখে বিকালে উপজেলায় যুব প্লাটফর্মের অংশগ্রহণে আন্তর্জাতিক নারী দিবস-২০২৪ উদযাপন উপলক্ষে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
উক্ত আলোচনা সভায় মহিদেবের ইয়ুথলীড সিএনবি প্রকল্পের টেকনিক্যাল অফিসার ইলিয়াস আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্তিত ছিলেন কুড়িগ্রাম যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ আলী আর রেজা, বিশেষ অতিথি হিসেবে ভূরুঙ্গামারী উপজেলা যুব উন্নয়ন অফিসার ময়দান আলী, বিভিন্ন উপজেলা থেকে আগত যুব সংগঠনের নেতৃবৃন্দ সহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.