|| ২রা ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ || ১৯শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ || ৩রা শাবান, ১৪৪৬ হিজরি
বকশীগঞ্জ পৌরসভার মেয়র হলেন ফখরুজ্জামান মতিন
প্রকাশের তারিখঃ ১০ মার্চ, ২০২৪
জামালপুরের বকশীগঞ্জ পৌরসভা নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী ফকরুজ্জামান মতিন মেয়র পদে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
শনিবার (৯ মার্চ) রাত সাড়ে ৮টায় উপজেলা পরিষদ সভাকক্ষে নির্বাচনের ফলাফল ঘোষণা করেন জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ শানিয়াজ্জামান তালুকদার।
নির্বাচনে স্বতন্ত্র মেয়র প্রার্থী ফকরুজ্জামান মতিন ৮ হাজার ৫৪২ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ইসমাইল হোসেন বাবুল তালুকদার পেয়েছেন ৭ হাজার ৫৪৩ ভোট।
এ ছাড়াও বর্তমান মেয়র নজরুল ইসলাম সওদাগর পেয়েছেন ৭ হাজার ৪২০ ভোট ও আনোয়ার হোসেন বাহাদুর পেয়েছেন ১ হাজার ২৬৩ ভোট।
এবারের নির্বাচনে ৯টি ওয়ার্ডের ১২টি কেন্দ্রে ইভিএমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.