|| ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
পাঁচবিবির বাগজানায়১৬ প্রহর ব্যপী রাধা-গোবিন্দের লীলা কীর্তন আরম্ভ
প্রকাশের তারিখঃ ১০ মার্চ, ২০২৪
দেশ মাতৃকার শুভ কামনায় বিশ্বশান্তি ও জীবকূলের মুক্তি কামনায় জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার বাগজানা সার্বজনীন পূজা মন্দির প্রাঙ্গনে অদ্য হতে ১৬ প্রহর ব্যাপী রাধা-গোবিন্দের লীলা কীর্তন (হরিবাসর) আরম্ভ হয়েছে।
১৬ প্রহরব্যাপী মহানাম যজ্ঞানুষ্ঠান, পদাবলী কীর্তন ও শ্রী শ্রী মহাপ্রভূর ভোগ উৎসবটি উদযাপন কমিটি ও দীন কাঙ্গাল সেবকবৃন্দের আয়োজনে অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে পালা করে হরিনাম সুধা পরিবেশন করেন
শ্রীমতি চিত্রাকণা মাঝি (রাধা বল্লব সম্প্রদায়) আসানসোল, দুর্গাপুর, ভারত।
শ্রী বেণী মাধব দাস (রাধা মাধব সম্প্রদায়) বদলগাছী, নওগাঁ।
শ্রী গোবিন্দ সরকার (শ্রী কৃষ্ণ সম্প্রদায়) সাতক্ষীরা।
শ্রী উত্তমানন্দ দাস উজ্জ্বল (রায় রাখাল সম্প্রদায়) যশোহর।
অনুষ্ঠান সূচী:আজ সন্ধ্যায় শ্রীমদ্ভগবত গীতা পাঠ ও মঙ্গল ঘট স্থাপন নাম অন্তে শুভ অধিবাস।২৭ শে ফাল্গুন (১১ই মার্চ) কুঞ্জভঙ্গ ও মহাপ্রসাদ বিতরণ ও স্ব মহিমায় মহন্ত বিদায়।পাপমোচন ও বিশ্বশান্তি কামনায় হরিবাসর উপভোগ করতে হাজার হাজার ছোটবড় নারী-পুরুষ বহু-দূর থেকে মন্দির প্রাঙ্গণে উপস্থিত হয়। হরে কৃষ্ণ হরে রাম-কৃষ্ণ কৃষ্ণ রাম রাম হরে হরে হরে রাম হরিবাসর অঙ্গণে উপস্থিত ভক্তকূল জীবনের শান্তি কামনা ও পাপ মোচনের নিমিত্তে এক সঙ্গে প্রভুর ত্বরে প্রণাম ও জপ করেন।
জয়পুরহাট-১ আসনের সাংসদ অ্যাডভোকেট সামছুল আলম দুদু (এমপি); অনুষ্ঠান পরিদর্শনে আসবেন বলে হরিবাসর উদযাপন কমিটিকে আশ্বস্ত করেন।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.