|| ১লা মে, ২০২৫ খ্রিস্টাব্দ || ১৮ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ || ৩রা জিলকদ, ১৪৪৬ হিজরি
নবীনগরে হযরত শাহ সূফি সৈয়দ দায়েম উল্লাহ্ (রঃ) এর ৩০ তম ওরশ মোবারক অনুষ্ঠিত
প্রকাশের তারিখঃ ১০ মার্চ, ২০২৪
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে ইব্রাহিমপুর দায়েমীয়া দরবার শরীফে ঐতিহাসিক ঢাকাস্থ আজিমপুর ছোট দায়রা শরীফের ৬ষ্ঠ গদ্দিনশীন পীর সাহেব আমীরে শরীয়ত ও তরিকত হযরত শাহ সূফি সৈয়দ দায়েম উল্লাহ্ (রঃ) এর ৩০ তম ওরশ মোবারক অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বাদ জোহর দায়েমীয়া দরবার শরীফ প্রাঙ্গণে আখেরী মোনাজাতের পর তবারক বিতরণের মাধ্যমে এ ওরশ মোবারাক সম্পন্ন হয়।
আখেরী মোনাজাত পরিচালনা করেন
দায়েমীয়া দরবার শরীফের বর্তমান পীর সাহেব হযরত শাহ সুফি সৈয়দ ফয়েজী মোহাম্মদী আহাম্মদ উল্লাহ।
মিলাদ শরীফ পাঠ করেন সৈয়দ আতায়ে নূর আনোয়ার উল্লাহ। অধ্যক্ষ মুফতি মোঃ এনামুল হক কুতুবী, অধ্যক্ষ মোঃ হাবিবুর রহমানসহ বিশিষ্ট ওলামায়ে কেরাম ওয়াজ ফরমান। এতে ২ জন শিশু হাফেজকে পাগড়ি প্রদান করা হয়।
এসময় স্থানীয় ও দেশের বিভিন্ন জায়গা থেকে আগত দরবারের হাজার হাজার ভক্তবৃন্দ উপস্থিত ছিলেন।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.