|| ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
দুর্যোগ প্রস্তুতিতে লড়বো, স্মার্ট বাংলাদেশ গড়বো” এই প্রতিপাদ্যে সীতাকুণ্ডে দুর্যোগ দিবস পালন
প্রকাশের তারিখঃ ১০ মার্চ, ২০২৪
"দুর্যোগ প্রস্তুতিতে লড়বো, স্মার্ট বাংলাদেশ গড়বো" এই প্রতিপাদ্যে চট্টগ্রামের সীতাকুণ্ডে জাতীয় দুর্যোগ দিবস-২০২৪ পালন করা হয়েছে। রবিবার (১০মার্চ) দুপুর ১২টার দিকে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের সহযোগীতায় ও উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির আয়োজনে দিবসটি পালন উপলক্ষে র্যালী অনুষ্ঠিত হয়। র্যালীটি উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু হয়ে উপজেলা পরিষদের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। র্যালীতে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার কে এম রফিকুল ইসলাম। র্যালী শেষে উপজেলা পরিষদ চত্বর প্রশাসনিক ভবনের সামনে সীতাকুণ্ড ফায়ার সার্ভিসের সদস্যদের অংশগ্রহণে অগ্নিনির্বাপণ করণীয় শীর্ষক সচেতনাতামূলক মহড়া অনুষ্ঠিত হয়। এ সময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা মৎস্য অফিসার কামাল উদ্দিন, উপজেলা প্রকল্প কর্মকর্তা মোঃ আলমগীর, সীতাকুণ্ড ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন কর্মকর্তা মোঃ নুরুল আলম দুলাল, উপজেলা আনসার কর্মকর্তা জাহাঙ্গীর, উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তা বাবুল দাশ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও গণ্যমান্যব্যক্তিবর্গ।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.