|| ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
গাজীপুরে বিলস এর গবেষণার ফলাফল উপস্থাপন ও জাতীয় সংলাপ অনুষ্ঠিত
প্রকাশের তারিখঃ ১০ মার্চ, ২০২৪
পোষাক শ্রমিকদের জীবনে জলবায়ু পরিবর্তন ও পরিবেশগত বিষয়সমূহের প্রভাব নিরূপণ এবং ট্রেড ইউনিয়নের করণীয় নির্ধারণ বিষয় নিয়ে গবেষণার ফলাফল ও জাতীয় সংলাপ অনুষ্ঠিত হয়েছে ।
বাংলাদেশ ইনস্টিটিউট অব লেবার স্টাডিজ-বিলসের আয়োজনে এবং জিআইজেড এর সহযোগিতায় রোববার সকালে গাজীপুর বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় সেমিনার হলে তৈরী পোশাক শিল্পে সবুজ সামাজিক সংলাপ উন্নয়নে ট্রেড ইউনিয়নের সক্ষমতা বৃদ্ধি কার্যক্রমের গবেষণার ফলাফল উপস্থাপন ও স্থানীয় পর্যায়ে এ সংলাপ অনুষ্ঠিত হয়েছে।
ট্রেড ইউনিয়নের প্ল্যাটফর্ম হিসেবে বাংলাদেশ ইনস্টিটিউট অব লেবার স্টাডিজ-বিলস দীর্ঘমেয়াদী দৃষ্টিভঙ্গি নিয়ে স্থানীয় থেকে জাতীয় পর্যায়ে ট্রেড ইউনিয়ন, তাদের রাজনৈতিক অগ্রাধিকার এজেন্ডায় পরিবেশগত সমস্যাগুলিকে অন্তর্ভুক্ত করার উদ্দেশ্যে "তৈরী পোশাক শিল্পে ট্রেড ইউনিয়নের সবুজ সামাজিক সংলাপ উন্নয়ন কার্যক্রম' গ্রহণ করেছে।
সবুজ সামাজিক সংলাপ উন্নয়ন কার্যক্রমের আওতায় "তৈরী পোশাক শিল্পের শ্রমিকদের জীবনে জলবায়ু পরিবর্তন ও পরিবেশগত বিষয়সমূহের প্রভাব নিরূপণ এবং ট্রেড ইউনিয়নের করণীয় নির্ধারণ” শীর্ষক একটি গবেষণার কাজ সম্প্রতি বিলস এর উদ্যোগে সম্পন্ন হয়েছে। মূলতঃ গাজীপুর ও টঙ্গীর শ্রমঘন অঞ্চলের তৈরী পোশাক কারখানা সংলগ্ন এলাকায় এবং তৈরী পোশাক শ্রমিকদের আবাসিক এলাকা ও জনসমষ্টিতে এই গবেষণা পরিচালনা করা হয়।
গবেষণায় টঙ্গী ও গাজীপুর এলাকার ১৬০ টি তৈরি পোশাক কারখানার ৪০২ জন শ্রমিকের উপর এই গবেষণাটি পরিচালনা করা হয়। সরকার, মালিকপক্ষ, ট্রেড ইউনিয়ন ও তৈরি পোশাক শ্রমিকরা এ গবেষণায় অংশগ্রহণ করেন।
বিলস এর নির্বাহী পরিষদের সম্পাদক ও সাবেক নারী সংরক্ষিত সংসদ সদস্য শামসুন্নাহার ভূইঁয়ার সভাপতিত্বে গবেষণার ফলাফল উপস্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ও মহানগর আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব এড. আজমত উল্লাহ খান। স্বাগত বক্তব্য রাখেন বিলস এর পরিচালক নাজমা ইয়াসমিন। এসময় আরো বক্তব্য রাখেন গাজীপুর জেলা পরিবেশ অধিদপ্তরের গবেষণা কর্মকর্তা মোঃ মকবুল হোসেন, গাজীপুর কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের শ্রম পরিদর্শক মোঃ জালাল খান, গাজীপুর সিটির সাবেক কাউন্সিলর আব্দুল্লাহ আল মামুন মন্ডল, গাজীপুর সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক এম এ সালাম শান্ত, গাজীপুর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মনিরুজ্জামান প্রমুখ।
অনুষ্ঠানে গবেষণার ফলাফল উপস্থাপন করেন বিলস এর প্রধান গবেষক ও উপ-পরিচালক মনিরুল ইসলাম।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.