|| ১৩ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ || ২৮শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ || ১৩ই রমজান, ১৪৪৬ হিজরি
আমিরাত সরকার থেকে ১০ বছর মেয়াদি সম্মানসূচক গোল্ডেন ভিসা পেলেন বিশিষ্ট ব্যাবসায়ী ও সমাজ সেবক মোহাম্মদ সিফাতউল্লাহ
প্রকাশের তারিখঃ ১০ মার্চ, ২০২৪
সংযুক্ত আরব আমিরাতের ১০ বছর মেয়াদি সম্মানসূচক গোল্ডেন ভিসা পেলেন বিশিষ্ট ব্যাবসায়ী ও সমাজ সেবক মোহাম্মদ সিফাতউল্লাহ। তিনি আবুধাবীতে আল রিয়েল ষ্টেট সহ টাইপিং সেন্টার, ট্রাভেল এজেন্সি সহ বহু প্রতিষ্ঠান রয়েছে তার। বিভিন্ন ব্যবসা ও সামাজিক কর্মকান্ডে সফলতা ও সুনাম অর্জন করেছেন তিনি। গোল্ডেন ভিসার মতো অনন্য এই বিশেষ স্বীকৃতি পাওয়ায় আমিরাতের রাষ্ট্রপতি শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান, ভাইস প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী এবং দুবাইয়ের শাসক শেখ মোহাম্মদ বিন রাশিদ আল মাকতুম, আবুধাবীর ক্রাউন প্রিন্স শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানকে ধন্যবাদ জানিয়েছেন এই বিশিষ্ট ব্যাবসায়ী মোহাম্মদ সিফাতউল্লাহ। তিনি বলেন এ সম্মান সুধু আমার একার নয়, এ সম্মান ১২ লক্ষ প্রবাসী ও আমাদের বাংলাদেশের। তিনি বলেন প্রবাসীরা যে যেখানে যে চাকরি বা ব্যবসায় আছেন সবাই সুনামের সাথে কাজ করুন, চেষ্টা করুন সফলতা একদিন আসবেই। গোল্ডেন ভিসায় সম্মান অর্জনকারী সিফাতউল্লাহ সংযুক্ত আরব আমিরাত বরিশাল ভিবাগ কল্যাণ পরিষদ আবুধাবী আঞ্চলিক শাখার সহ সভাপতি। এই ব্যবসায়ীর বাড়ী পিরোজুর জেলার ঝালকাঠী থানায়। তিনি বর্তমানে পরিবার পরিজন নিয়ে তিনি আবুধাবীতে থাকেন।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.