|| ২৪শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৯ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২২শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
রমজানে দ্রব্যমূল্য স্থিতিশীল রাখতে মিরসরাই প্রশাসনের মতবিনিময় সভা
প্রকাশের তারিখঃ ৯ মার্চ, ২০২৪
পবিত্র মাহে রমজানে দ্রব্যমূল্য স্থিতিশীল, নিরাপদ খাদ্য নিশ্চিতকরণ এবং রমজানে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে উপজেলা প্রশাসনের আয়োজনে মতবিনিমি সভার আয়োজন করা হয়েছে। মতবিনিময় সভায় বিভিন্ন বাজার কমিটির নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। শনিবার (৯ মার্চ) সকালে উপজেলা সম্মেলন কক্ষে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম-১ মিরসরাই আসনের সংসদ সদস্য মাহবুব উর রহমান রুহেল এমপি।
উপজেলা নির্বাহী অফিসার মাহফুজা জেরিনের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মো. জসিম উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর কবির চৌধুরী, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মিজানুর রহমান, বারইয়ারহাট পৌর সভার মেয়র রেজাউল করিম খোকন, মিরসরাই পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র শাখের ইসলাম রাজু, করেরহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনায়েত হোসেন নয়ন, ইছাখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল মোস্তফা, জোরারগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রেজাউল করিম মাষ্টার, সাহেরখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুল হায়দার চৌধুরী, মঘাদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর হোসাইন মাষ্টারসহ বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, বাজার কমিটির বিভিন্ন নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেনা।সভায় বক্তারা বলেন, আসন্ন পবিত্র মাহে রজমানে নিয়মিত বাজার মনিটরিং, বিভিন্ন দোকানে পণ্যের মূল্য তালিকা টাঙানো, দ্রব্যমূল্যেও নিয়ন্ত্রণ, ইভটিজিং ও ঈদ বাজারকে কেন্দ্র করে চাদাঁবাজি বন্ধ করাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.