|| ১২ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ || ২৭শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ || ১২ই রমজান, ১৪৪৬ হিজরি
বকশীগঞ্জ পৌরসভা নির্বাচনে প্রথমবার ইভিএমে ভোট গ্রহণ চলছে
প্রকাশের তারিখঃ ৯ মার্চ, ২০২৪
৯ মার্চ জামালপুরের বকশীগঞ্জ পৌরসভা নির্বাচন সকাল ৮ টা থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে। বকশীগঞ্জ পৌরসভা নির্বাচনে এবারই প্রথম ইভিএমে ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে।
নির্বাচনে ইভিএমের ত্রুটির কারণে সব গুলো কেন্দ্রে নির্ধারিত সময়ের ১৫ মিনিট পর ভোট গ্রহণ শুরু হয়।
বকশীগঞ্জ খয়ের উদ্দিন ফাজিল মাদরাসা কেন্দ্রে ইভিএমের ত্রুটির কারণে দেড় ঘন্টা ভোট গ্রহণ বন্ধ থাকার পর ভোট গ্রহণ শুরু হয়। এতে করে ভোটারদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। ইভিএম ত্রুটির কারণে ক্ষোভ প্রকাশ করেন মেয়র প্রার্থীরাও।
বকশীগঞ্জ পৌরসভা নির্বাচনে ৯ টি ওয়ার্ডের মোট ১২ টি কেন্দ্রে মোট ৩৫ হাজার ৫১৮ জন ভোটার ভোট প্রদান করবেন। বিকাল ৪ টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।
নির্বাচন অবাধ, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ করতে প্রশাসনের পক্ষ থেকে ৪ স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।
ইভিএম ত্রুটি নিয়ে সাধারণ ভোটাররা ক্ষোভ প্রকাশ করেন।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.